।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে ভুয়া মালিক সেজে জনৈক এক ব্যক্তির গাছ বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। প্রতারণার বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী গাছ ব্যবসায়ী দুলাল মিয়া বাদী হয়ে ৮ জন নামীয় ও অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন। ঘটনাটি পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় ঘটেছে।
অভিযুক্তরা হলেন- তবকপুর ইউনিয়নের উমানন্দ মাওলানা পাড়ার হাবিবুর রহমান, দুলু মিয়া, মিজানুর রহমান, মিলন মিয়া, রফিকুল ইসলাম, মোস্তফা মিয়া, লুৎফর রহমান ও পৌর শহরের বলদিপাড়ার আব্দুর রাজ্জাক।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে ছাইফুর রহমান নামের এক কলেজ অধ্যক্ষ রেল স্টেশন এলাকায় ১৩ শতক জমি কেনেন। তিনি ওই জমিতে ইউক্যালিপটাস গাছের বাগান করেন। এরপর থেকে ওই এলাকার আনিছুর রহমান গাছগুলো দেখভাল করছিলেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ওই প্রতারক চক্রের সদস্য হাবিবুর রহমান ও আব্দুর রাজ্জাক গাছের বাগানটি তাদের দাবি করে তিন লক্ষ টাকায় তবকপুর ইউনিয়নের উমানন্দ মাওলানা পাড়া এলাকার গাছ ব্যবসায়ী দুলাল মিয়ার কাছে বিক্রি করেন। প্রথমে ৫০ হাজার পরে দুই লক্ষ মোট আড়াই লক্ষ টাকা দিয়ে মঙ্গলবার (১৭ অক্টোবর) বাগানে গাছ কাটতে গেলে চক্রটি গাছ কাটতে বাধা দেন।
পরে গাছের মূল্যবাবদ দেওয়া আড়াই লক্ষ টাকা ফেরত চাইলে চক্রটি দেশীয় অস্ত্র দিয়ে দুলাল মিয়াকে মারধর করে আহত করে। পরে দুলাল মিয়ার ব্যবহৃত বাজাজ সিটি মোটরসাইকেলটি আব্দুর রাজ্জাক নিয়ে যান।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করা হয়েছে, আরেকজন আদালতে আত্মসমর্পণ করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
//নিউজ//উলিপুর//মালেক/নভেম্বর/০৭/২৩