।। টেক ডেস্ক ।।
দৈনন্দিনের বিভিন্ন প্রয়োজনীয় কাজ সারতে মার্টফোন ব্যবহার করে থাকেন অনেকেই। কাজকে সহজ ও কম সময়ে সম্পাদন করতে কিংবা ব্যক্তিগত বিভিন্ন খোরাক মেটাতে এই মার্টফোনের জুড়ি মেলা ভার। তবে গরম হোক কিংবা অন্য যেকোনো সময় মার্টফোন ব্যবহার করতে হাতের ঘাম বা বৃষ্টির ভিজে ভাব (ময়েশ্চার) স্মার্টফোনে লেগে যায়। কিন্তু মনে বাখবেন, এই ভিজে ভাব স্মার্টফোনের জন্য অত্যন্ত ক্ষতির কারণ। যার প্রভাবে ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারিসহ মাদারবোর্ডের ব্যাপক ক্ষতি হতে পারে। তাই স্মার্টফোনের বাহ্যিক সুরক্ষায় সবসময় থাকতে হবে সতর্কতা।
চলুন জেনে নেয়া যাক স্মার্টফোনের সুরক্ষায় যা করবেনঃ-
★ স্মার্টফোনের সুরক্ষার জন্য ভিজে হাতে ফোন ধরা বা ফোনকে স্যাঁতস্যাঁতে জায়গা থেকে সবসময় দূরে রাখার চেষ্টা করুন
★ জীবাণু ধ্বংস করতে বা স্মার্টফোন পরিষ্কার করার সময় স্যানিটাইজ করা থেকে বিরত থাকতে হবে
★ যেহেতু স্মার্টফোনের প্রাণ হলো মাদারবোর্ড, তাই মাদারবোর্ডকে সুরক্ষিত, ভিজে ভাব দূর ও ফোনকে জীবাণুমুক্ত করতে ইউভি যুক্ত মেশিন ব্যবহার করা করতে পারেন।
★ প্রখর রোদে ফোনে কভার না রাখাই ভালো।
এছাড়া গরমকালে স্মার্টফোনের সুরক্ষায় বেশ কিছু বিষয় যেমন- বৈরী পরিবেশ থেকে স্মার্টফোন সুরক্ষায় রাখা, পকেটে ফোন রাখার ক্ষেত্রে সতর্ক থাকুন, ফোন চার্জ দেয়ার ক্ষেত্রে সাবধান হতে হবে এবং রোদে রাখা গাড়িতে ফোন না রাখা অথবা ফোন বন্ধ করেও ফোনকে বাহ্যিক সুরক্ষা দিতে পারেন।