|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, নভেম্বর ০৬, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুর এমএস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার।
➤ মরণফাঁদে পরিণত হয়েছে উলিপুরের বুড়ি তিস্তার ব্রিজ
উলিপুরের নারিকেলবাড়ী বুড়ি তিস্তা নদীর উপর নির্মিত ব্রিজটি এমন বেহাল দশা দীর্ঘ চার বছর ধরে হলেও দেখার যেন কেউ নেই। স্থানীয় বাসিন্দারা ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য কাউন্সিলর, মেয়র, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্যকে দাবি জানালেও আশ্বাসেই সময় পাড় করছে জনপ্রতিনিধিরা।
https://www.ulipur.com/?p=28035
➤ চিলমারীতে বিয়ের মাস না পেরুতেই গৃহবধূকে হত্যার অভিযোগ
ধর্মান্তরিত হওয়ার পর আমেনা বেগম একই ইউনিয়নের পূর্ব মুদাফৎ থানা এলাকায় গত তিন বছর ধরে মানুষের বাড়িতে বাড়িতে থাকতেন। এরপর একবছর আগে সামাজিক সংগঠনের উদ্যোগ একটি টিনের ঘর করে দেওয়া হয়। এরপর থেকে তিনি সেখানেই থাকতেন। তবে আমেনা বেগম কয়েক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করার পর প্রথম বিয়ে করেন। তবে সেই সংসার বেশি দিন করতে পারেন নি, স্বামী মারা যান। এরপর গত ১৭ দিন আগে উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ এলাকার আবতাব উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন এর সাথে বিয়ে করে আমেনার বাড়িতেই থাকতেন।
https://www.ulipur.com/?p=28069