।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারীতে বিয়ের ১৭ দিন পর এক গৃহবধূ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছেন ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে। সোমবার (০৬ নভেম্বর) বিকেলে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারেসুল ইসলাম।
জানা যায়, নিহত ওই গৃহবধূর নাম আমেনা বেগম (২৩) পূর্ব নাম শ্রী আদুরী রানী । তিনি রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ নতুন বাজার এলাকার শ্রী জ্ঞান চাঁদ এর মেয়ে। ওই গৃহবধূ ২০১৫ সালে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর থেকে পারিবারিক ভাবে যোগাযোগ তেমন ছিলো না পরিবারের সাথে।
ধর্মান্তরিত হওয়ার পর আমেনা বেগম একই ইউনিয়নের পূর্ব মুদাফৎ থানা এলাকায় গত তিন বছর ধরে মানুষের বাড়িতে বাড়িতে থাকতেন। এরপর একবছর আগে সামাজিক সংগঠনের উদ্যোগ একটি টিনের ঘর করে দেওয়া হয়। এরপর থেকে তিনি সেখানেই থাকতেন। তবে আমেনা বেগম কয়েক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করার পর প্রথম বিয়ে করেন। তবে সেই সংসার বেশি দিন করতে পারেন নি, স্বামী মারা যান। এরপর গত ১৭ দিন আগে উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ এলাকার আবতাব উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন এর সাথে বিয়ে করে আমেনার বাড়িতেই থাকতেন।
পুলিশ জানায়, রমনা মডেল ইউনিয়নের পূর্ব মুদাফৎথানা এলাকায় শয়ন কক্ষে তালাবদ্ধ অবস্থায় এক নববধূর লাশ দেখতে পেয়ে চেয়ারম্যান খবর দিলে ঘটনাস্থলে গিয়ে শয়ন কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আমেনা বেগমের লাশ দেখতে পাওয়া যায়। তবে ওই নববধূর স্বামীকে পাওয়া যায়নি বলে জানান পুলিশ।
রমনা মডেল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন, দুপুরে ওই এলাকা থেকে লোকজন ফোন দিলে আমি ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ অবস্থা জানালা দিয়ে শয়ন কক্ষে বিছানার ওপর আমেনার লাশ দেখতে পারি। এরপর আমি থানায় খবর দিয়ে পুলিশসহ দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে জানিয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক ভাবে সুরতহাল সম্পুর্ণ করি। তবে ধারনা করা হচ্ছে আমেনা বেগম কে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার রহস্য উদঘাটন করা যাবে। তবে এঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
//নিউজ/চিলমারী//সোহেল/নভেম্বর/০৬/২৩