।। নিউজ ডেস্ক ।।
রাজারহাটে ৫২তম জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সঞ্চয়ী হিসেবে একাধিক সমিতিতে সঞ্চয় করে সমবায় সুহৃদ সন্মাননা পেয়েছেন সাংবাদিক রফিকুল ইসলাম। অবহেলিত জনপদে মফস্বল সাংবাদিকতায় দায়িত্ব পালনকালে পারিবারিক অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় একাধিক সমিতিতে নির্দিষ্ট মেয়াদে সঞ্চয় করেন তিনি। নির্দিষ্ট মেয়াদ অতিবাহিত করে একসঙ্গে উত্তোলনকৃত টাকায় স্বাবলম্বী হয়েছেন এমন মন্তব্য করেন অনুষ্ঠিত জাতীয় সমবায় দিবসে সাংবাদিক রফিকুল ইসলাম। এক ছেলে এক মেয়ের জনক সাংবাদিক রফিকুল ইসলাম রাজারহাট সদর ইউপির বোতলার পার নিবাসী মো: নজরুল ইসলামের প্রথম পুত্র। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। গত শনিবার ৪ঠা নভেম্বর রাজারহাট উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি ও ইউএনও কাবেরী রায়। এরপর ব্যান্ডপার্টির সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে ইউএনও কাবেরী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শাহআলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, ওসি তদন্ত ওয়াহেদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সিংগারডাবড়ীহাট বহুমুখী সমবায় সমিতি লিমিটেডকে এবং সাংবাদিক মোঃ রফিকুল ইসলামকে সমবায় সুহৃদ সন্মাননাসহ ৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সন্মাননা স্মারক প্রদান করা হয়।