|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, নভেম্বর ০৪, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রাম জেলায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ অনুষ্ঠিত
কুড়িগ্রাম জেলায় শনিবার (৪ নভেম্বর কমিউনিটি) পুলিশিং ডে-২০২৩ এর বেলুন উড়িয়ে ও শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়াও কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে ।
➤ কুড়িগ্রামে জেলা গোয়েন্দা শাখার সাথে পুলিশ সুপারের বিশেষ সভা
সুস্থ, সুন্দর, নান্দনিক, অগ্রসারমান কুড়িগ্রামে টেকসই নিরাপত্তা ও শান্তির যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, তা যাতে কেউ কোন কারনে বিনষ্ট না করতে পারে, সে লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার সাথে বিশেষ সভায় মতবিনিময় করেন কুড়িগ্রামের পুলিশ সুপার।
➤ উলিপুরে চায়না দুয়ারী জালের ফাঁদে ধ্বংস হচ্ছে নদ-নদীর জলজ প্রাণী
অসাধু মৎস্য ব্যবসায়ীরা নদীতে অবাধে অবৈধ জাল দিয়ে মাছ ধরায় চলতি বছরে দেশীয় মাছের সংকট দেখা দিয়েছে। ফলে এই অঞ্চলে প্রাকৃতিকভাবে উৎপাদিত মৎস্য সম্পদ বিলুপ্তির আশঙ্কা করছে অনেকেই।
https://www.ulipur.com/?p=28005
➤ উলিপুরে চুরির মূলহোতাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
শনিবার (২২ জুলাই) উলিপুর পূর্ব বাজারে তানভীরুল ইসলামের বসতবাড়িতে চুরির মূলহোতা ছিল নিরাশা হোসেন। এ ঘটনার পর থেকে সে বিভিন্ন জায়গায় অবস্থান করে আসছিল। বিভিন্ন তথ্য ও কৌশল অবলম্বন করে শুক্রবার (০৩ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার কাচারীপাড়া থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. নিরাশা হোসেনকে গ্রেফতার করা হয়।
https://www.ulipur.com/?p=28018
➤ উলিপুর ও রাজিবপুরে পৃথকভাবে জাতীয় সমবায় দিবস উদযাপন
শনিবার (৪ নভেম্বর) সকালে উলিপুর উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে অডিটরিয়াম হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
https://www.ulipur.com/?p=28023