।। নিউজ ডেস্ক ।।
‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উলিপুর ও রাজিবপুরে পৃথকভাবে র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে উলিপুর উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে অডিটরিয়াম হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা সৈফুর রহমান মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ হাঁড়ি, সাইদুল হক বাচ্চু, পার্থ সারথী সরকার প্রমূখ। অনুষ্ঠান শেষে ৫ টি সমবায়ী সংগঠনকে পুরুস্কার প্রদান করা হয়।
অন্যদিকে সকাল সাড়ে ১১ টায় রাজিবপুর উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এর সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ও জায়েদা আমীন প্রমুখ ।
সভায় বক্তারা সমবায়ের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সমবায় সমিতির মাধ্যমে দেশকে স্বনির্ভর করা সম্ভব। নিজেদের সামনে এগিয়ে নেওয়ার জন্য সমবায়ের গুরুত্ব অপরিসীম।
সমবায়ের মাধ্যমে নিজেরা স্বনির্ভর হওয়া যায়, আর তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমবায় আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। সবাই একসাথে কাজ করতে পারলে দেশ উন্নত হবে। দেশের চেহারা বদলে যাবে।