।। লাইফস্টাইল ডেস্ক ।।
পোলিও বা পোলিওমাইলাইটিস হলো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক একটি আরএনএ ভাইরাসজনিত রোগ। যা দেহের স্নায়ুতন্ত্রের ক্ষতি করে পক্ষাঘাত (পঙ্গু) ঘটাতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পোলিও রোগের ৯৯ শতাংশ নির্মূল করা হয়েছে ঠিকি তবে এটি এখনও অনেক দরিদ্র দেশকে প্রভাবিত করে। পোলিও রোগের ভাইরাস রোগীর মলমূত্র দিয়ে বের হয়। যা আক্রান্ত রোগীর প্রথম সপ্তাহ থেকে অধিক পরিমাণে বের হতে থাকে এবং এক পর্যায়ে তা ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত সময়কালের মধ্যে রোগী ভাইরাসের মাধ্যমে রোগটি ছড়াতে পারে। পোলিও রোগের ভাইরাস একজন সংক্রামিত ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে যেতে পারে এবং একজন সুস্থ্য ব্যক্তির মেরুদন্ডকে সংক্রামিত করে। ফলে শরীরে পক্ষাঘাত ঘটাতে পারে বা পুরো শরীরের বিভিন্ন অংশকে বিকল করে দিতে পারে।
পোলিও রোগের লক্ষণঃ-
পোলিও রোগে আক্রান্ত রোগীদের লক্ষণগুলি সাধারণত ২ থেকে ৫ দিন স্বল্প মেয়াদি হয়। যেমন;
★ গলা ব্যথা, মাথা ব্যথা করে এবং ঘাড় শক্ত হয়ে যায়।
★ শরীরে সাধারণ জ্বর হয় এবং পেট ব্যথা করে।
★ শিশুর এক বা একাধিক হাত অথবা পা থলথলে ও অবশ হয়।
★ শিশু দাঁড়াতে চায় না এবং দাঁড় করাতে চাইলে শিশু কান্নাকাটি করে এবং নড়াচড়া করতে পারে না।
★ উঁচু করে ধরলে আক্রান্ত পায়ের পাতা ঝুলে পড়ে।
★ প্যারেস্থেসিয়া বা পায়ের মধ্যে পিন এবং সূঁচের মতো অনুভূতি হতে থাকা।
★ ক্লান্তিকর অনুভূতি ও বমি বমি ভাব হওয়া।
★ মেনিনজাইটিসের লক্ষণ দেখা দেয় মস্তিষ্ক এবং মেরুদণ্ডের সংক্রমণ হয়।
★ শিশুর আক্রান্ত অঙ্গ ক্রমশ দুর্বল হতে থাকে এবং শরীরে পক্ষাঘাত বা শরীর প্যারালাইসিস হতে পারে।