|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, নভেম্বর ০৩, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় আটক ৩৩
গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ০৩ জন (নাগেশ্বরী-০১, ভূরুঙ্গামারী-০১, কচাকাটা-০১), নিয়মিত মামলায় গ্রেফতার ১৭ জন (কুড়িগ্রাম-০২, উলিপুর-১২, ভূরুঙ্গামারী-০৩), পূর্বের মামলায় ০৭ জন (কুড়িগ্রাম-০১, উলিপুর-০৪, ফুলবাড়ী-০১, কচাকাটা-০১), ১৫১ ধারায় ০৫ জন (রাজারহাট-২, নাগেশ্বরী-০৩), সিআর সাজা ওয়ারেন্ট মূলে ০১ জন (কুড়িগ্রাম) সহ মোট ৩৩ জন আসামী গ্রেফতার করে।
➤ কুড়িগ্রামের উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতায় সেতু নির্মাণ
কুড়িগ্রামের সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের উত্তর মাঝের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীভাঙনে স্থানান্তর হওয়ায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ছিল। এমন অবস্থায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল হাসান বিদ্যালয়টি পরিদর্শন করেন। পরে উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতায় খালের ওপর একটি কাঠের সেতু তৈরি করা হয়। তিনদিন ধরে ওই কাঠের সেতু দিয়ে পারাপার হচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসী।
➤ ফুলবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
ফুলবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৩ নভেম্বর) শিমুলবাড়ী ইউনিয়ন এর যতীন্দ্র নারায়ণ গ্রামস্থ গুয়াবাড়ী ঘাট ব্রীজের নিচ থেকে পশ্চিম ফুলমতি গ্রামের মাদক কারবারি মোঃ শহিদুল (৩৫) ও মোঃ আবু হোসেন (৪০) দ্বয়কে ০৭ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
https://www.ulipur.com/?p=28000