।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে জেলা প্রশাসন ও কুড়িগ্রাম পৌরসভার যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে ও পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছ। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুর থেকে কুড়িগ্রাম প্রেসক্লাব ভবনসহ পুরো চত্ত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার শফিকুল ইসলাম এক সাথে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ৫০ জন স্বেচ্ছাসেবীসহ কুড়িগ্রাম পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী প্রায় ২ ঘণ্টাব্যাপী পুরো চত্ত্বর পরিচ্ছন্ন করেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: শফিকুল ইসলাম জানান, কুড়িগ্রামে রবিবার (২৯ অক্টোবর) থেকে শনিবার (৪ নভেম্বর) পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হচ্ছে । জেলা প্রশাসন ও কুড়িগ্রাম পৌরসভার যৌথ উদ্যোগে ৫০ জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণের এই কর্মসূচি পালিত হচ্ছে। পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে ডেঙ্গু সচেতনতা কর্মসূচি ছড়িয়ে দেওয়াই এর লক্ষ্য।