।। টেক ডেস্ক ।।
কালো নেটের দুনিয়াতে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে মাত্রাতিরিক্ত হয়ে উঠেছে তারকা নারী সংগীতশিল্পী ও অভিনেত্রীদের শিশুতোষ ছবি। এসকল ছবিতে শিশুরা অভিনয় শিল্পীদেরও যৌন আবেদনকারী হিসেবে নিজেকে উপস্থাপন করতে উদ্বুদ্ধ হচ্ছে। ডার্ক ওয়েবে এ ধরণের কাজ পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছে ইমেজ সফটওয়্যার। বিকৃত মানসিকতার অপরাধীরা এসব ছবি শেয়ার করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন (আইডাব্লিউএফ)।
ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন (আইডাব্লিউএফ) আরও জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সিস্টেমের সহায়তায় সাধারণ কয়েকটি নির্দেশনা দিয়েই যে এ ধরণের ছবি তৈরি করা যাচ্ছে সে বিষয়ে সচেতনতা বাড়াতে চাচ্ছে প্রতিষ্ঠানটি। ডার্ক ওয়েবের একটি ফোরামে ১১ হাজার ১০৮ টি ছবি পেয়েছে, যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই জেনারেটেডকৃত। এছাড়া ডার্ক ওয়েবে ৫০১ টি ছবি খুঁজে পেয়েছেন গবেষকরা। এসব ছবির মধ্যে থাকা শিশুরা কোনো একসময় বাস্তবে যৌন নিগ্রহের শিকার হয়েছিল।
ইমেজ জেনারেশন সিস্টেম পাবলিক ডোমেইনে চলে আসায় এবং আইডব্লিউএফ সিস্টেমের অপব্যবহারের বিরুদ্ধে থাকা সম্পর্কে অগ্রিম সতর্কবার্তা দিয়েছিল ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন (আইডাব্লিউএফ)।
ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন (আইডাব্লিউএফ)-এর প্রধান নির্বাহী সুজি হারগ্রিভস বলেন, ‘আমাদের আশঙ্কাই সত্যি হলো।’