|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, নভেম্বর ০১, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলামারীতে ইঁদুর নিধন অভিযান
চিলমারীতে ইঁদুর নিধন অভিযান-২০২৩ এর উদ্বোধন। বুধবার বেলা ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চিলমারীর আয়োজনে অফিস চত্তরে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস।
➤ কুড়িগ্রামে নাশকতার অভিযোগে গ্রেফতার ৯
পুলিশ সূত্রে জানা যায়, রাজারহাট থানা এলাকার বিএনপি কর্মী ২ জন, লালমনিরহাটের ১ জন, রাজিবপুর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতিসহ বিএনপির ৫ জন নেতাকর্মী এবং উলিপুর জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক, রৌমারী থানার ২ জন ও উলিপুরের ১ জন জামায়াতের সক্রিয় কর্মীসহ মোট ৪ জন জামায়াত নেতাকর্মী সর্বমোট ৯ জন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
https://www.ulipur.com/?p=27948
➤ অবরোধের সমর্থনে চিলমারীতে বিএনপির বিক্ষোভ
মহাসমাবেশে হামলা ও দলের মহাসচিবকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা বিএনপি’র অবরোধ কর্মসূচির সমর্থনে চিলমারীতে বিএনপি’র বিক্ষোভ। অবরোধের সমর্থনে চিলমারী-কুড়িগ্রাম সড়কে চিলমারীর ব্র্যাক মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো।
https://www.ulipur.com/?p=27961
➤ চিলমারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
চিলমারীতে ৪ হাজার ৫৮৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। বুধবার (০১ নভেম্বর) দুপুরে ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।
https://www.ulipur.com/?p=27958
➤ উলিপুরে আগাম জাতের আমন ধানে দাম পেয়ে খুশি কৃষকরা
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলায় ১ টি পৌরসভাসহ ১৩ টি ইউনিয়নে ব্রি ধান-৭০, ৭১, ৭৫, ৮০, ৮৭ ও ৯৩, বিনাধান-১১, ১৭, ব্র্যাক-১, হাইব্রিড এরাইজ-৭০০৬, হিরা ধান-১০, ধনী গোল্ড ও পোটন পাইরী আগাম জাতের ধান চাষ করা হয়েছে। এই মৌসুমে উপজেলায় আগাম জাতের আমন চাষ করা হয়েছে ৩ হাজার ৪৫৫ হেক্টর জমিতে।
https://www.ulipur.com/?p=27968