।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারীতে ৪ হাজার ৫৮৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। বুধবার (০১ নভেম্বর) দুপুরে ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চিলমারীর আয়োজনে অফিস কার্যলয়ের সামনে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিন। উপজেলা নির্বাহী
অফিসার মোঃ রফিউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নুর-আলম, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ কবিরুল ইসলাম, নিতেন্দ্র নাথ সরকার প্রমুখ।
//নিউজ/চিলমারী//সোহেল/নভেম্বর/০১/২৩