|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, অক্টোবর ৩০, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ সাংবাদিকদের হামলা এবং হত্যার বিচার দাবিতে উলিপুরে প্রতিবাদ সমাবেশ
ঢাকায় গত ২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচি চলাকালে সাংবাদিকদের উপর হামলা এবং জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য রফিক ভূঁইয়া হত্যার বিচার দাবিতে উলিপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) দুপুর ২টায় উলিপুর প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচি আয়োজন করা হয়।
➤ ধানের শীষ নিয়ে মাঠে থাকতে চান বীর মুক্তিযোদ্ধা বিএনপি আব্দুল বারী
ঘনিয়ে আসছে সময় সেই সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চারদিকে চলছে আলোচনার ঝড় আর সেই ঝড়ের গতি বেড়ে যাচ্ছে দিন দিন। দিনের পর দিন পাল্টে যাচ্ছে কুড়িগ্রাম-৪ আসনের পেক্ষাপট। বাড়ছে ভোটের উত্তাপ। আর এই আলোচনায় যুক্ত হয়েছেন চিলমারী উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার (বিএনপি)।
➤ ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীর সোনাহাটে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান বন্ধে নিরাপত্তা আরো জোরদার করতে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)এর কমান্ডার পর্যায়ে সৌজন্যমুলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
➤ কুড়িগ্রামে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রামে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমে অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সাড়ে ১০ টা থেকে দেড়টা পর্যন্ত কুড়িগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
https://www.ulipur.com/?p=27906
➤ কুড়িগ্রামে নদীতে ছুড়ে ফেলে নবজাতক শিশুকে হত্যা, গ্রেফতার বাবা
কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের তিস্তা সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে নবজাতক পুত্র সন্তানকে হত্যার দায়ে পিতা লাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে তিস্তা ব্রিজে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
https://www.ulipur.com/?p=27911