|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, অক্টোবর ২৯, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে কার্যকর হয়নি আলু পেঁয়াজের সরকারি দাম, ঊর্ধ্বগতি সবজির বাজার
চার দিনের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজি ৮০ টাকায়। জাতভেদে বেগুন প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি, পটল, ঢেঁড়স, করলা, ঝিঙা-চিচিঙ্গা ও বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পিস আকারে লাউ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি এবং এর পাশাপাশি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।
https://www.ulipur.com/?p=27882
➤ মাস না পেরুতেই চিলমারী থেকে সরিয়ে নেয়া হলো একটি ফেরি, অন্যটি বন্ধ নাব্যতা সংকটের অজুহাতে
চিলমারী-রৌমারী নৌ-রুটে ফেরি কুঞ্জলতা দিয়ে সার্ভিস চালু করায় ব্যাপক চাহিদা বেড়ে যায় এই রুটে। চাহিদার কারণে ১ অক্টোবর (রবিবার) চিলমারী-রৌমারী নৌ-রুটে যুক্ত করা হয় ফেরি বেগম সুফিয়া কামাল। যুক্ত হওয়ায় চাহিদার সাথে রাজস্ব আয়ও বৃদ্ধি পেতে শুরু করে এবং ব্যবসার প্রসার ঘটে। এলাকায় বিরাজ করে আনন্দ। সেই আনন্দ আর ব্যবসার প্রসার বন্ধ করতেই অজ্ঞাত কারণে রবিবার (২৯ অক্টোবর) সকালে পরীক্ষামূলক চালানোর কথা বলে বেগম সুফিয়া কামাল ফেরিটিকে চিলমারী থেকে সরিয়ে নেয়া হয়।
https://www.ulipur.com/?p=27878
➤ কুড়িগ্রামে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
পুলিশ সূত্রে জানা যায়, নিহত আরিফুল রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় যাত্রাপুর থেকে ঢাকাগামী মহিষবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরিফুল মারা যায়। স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশ দেয়।
https://www.ulipur.com/?p=27868