।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে সরকারের বেঁধে দেয়া দামের প্রতিফলন নেই আলু-পেঁয়াজের বাজারে। দাম কমাতো দূরের কথা। গত চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা ও আলুতে ১০ টাকা। দাম বাড়ার দৌড়ে রয়েছে প্রতিটি সবজি। বাজারে কম দামের সবজির মধ্যে মুলার কেজি ৬০ টাকা আর পেঁপে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। ৮০ টাকার নিচে ভালো কোন সবজি পাওয়া যাচ্ছে না বাজারে। এক কেজি সিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে।
রবিবার (২৯ অক্টোবর) উলিপুর বাজারের ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে বাজারের এ চিত্র পাওয়া গেছে। বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করলেও কমেনি দাম। বরং চার দিনের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজি ৮০ টাকায়। জাতভেদে বেগুন প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি, পটল, ঢেঁড়স, করলা, ঝিঙা-চিচিঙ্গা ও বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পিস আকারে লাউ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি এবং এর পাশাপাশি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।
বাজারে দেশি পেঁয়াজ ১৪০ টাকা, আমদানি করা পেঁয়াজ ১২০ টাকা। দেশি আলু বিক্রি হচ্ছে ৭০ টাকা ও কাটিনাল আলু ৫৫ টাকা কেজি দরে। উলিপুর বাজারে সবজি কিনতে আসা আব্দুর রহমান বলেন, বাজারে সব ধরণের সবজি আছে। তবে দাম অনেক বেশি। বিক্রেতারা বাড়তি দরে বিক্রি করছে। সাধ্যের বাইরে, কেনার কোন উপায় নেই। তাই আমাদের মতো সাধারণ ক্রেতার সবজি কিনতে কষ্ট হচ্ছে। হতাশা প্রকাশ করে আমিনুল ইসলাম বলেন, বাজারেতো সব জিনিসপত্রের দাম বেড়েছে। বাঁচার জন্য বাড়তি ব্যয় সামাল দিতে প্রয়োজনের তুলনায় কম কিনতে হচ্ছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা জাতীয় ভোক্তা অধিকার, সংরক্ষণ অধিদপ্তর এর সহকারি পরিচালক এ.এস.এম মাসুম-উদ-দৌলা বলেন, ভারত থেকে আমদানি শুল্ক বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে।
//নিউজ//উলিপুর//মালেক/অক্টোবর/০৩/২৩