।। টেক ডেস্ক ।।
বহুল প্রচলিত সোশ্যাল প্ল্যাটফর্মে মানুষ তাদের মনের ভাব সহজে প্রকাশ করতে জনপ্রিয় মেসেজিংয়ের পাশাপাশি বহুমাত্রিক ইমোজি রিয়েকশন ব্যবহার করে থাকেন। এই ইমোজির ব্যবহার যেন জনপ্রিয় মেসেজিং এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টেক্সট লেখার বিকল্প হিসেবে কাজ করে। ইমোজিকে সামনে রেখে ব্যবহারকারীরা যেন তাদের মেসেজিং বা টেক্সট লেখাকে আরও সুন্দর ও সহজলভ্য করে তোলে। তাই এবারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের নিজেস্ব জনপ্রিয় পণ্য জিমেইলের মধ্যে যুক্ত করতে চলেছে বহুমাত্রিক ইমোজির ব্যবহার।
গুগল অ্যান্ড্রয়েডের সকল ডিভাইসগুলিতে নতুন ইমোজি ফিচার যুক্ত করতে শুরু করেছে। জিমেইল অ্যাকাউন্টে ইমেইলের নিচে একটি স্মাইলি ফেস আইকন দেখা যাবে, যা ব্যবহার করে ইমোজি দিয়ে মেসেজ বা তথ্যের রিপ্লাই এবং রিয়েকশন দিতে পারবে ব্যবহারকারীরা। তবে ব্যবহারকারী প্রচলিত সোশ্যাল প্ল্যাটফর্মে বড় কোনো ধরণের অ্যানিমেশন বহুমাত্রিক ইমোজি ব্যবহার করতে চাইলে বা ব্যবহার করলে তা নতুন ইমেইল হিসেবে যাবে।
জায়ান্ট গুগলের তৈরিকৃত ইমোজি ফিচারটি শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসে আপডেট করে এর সুবিধা গ্রহণ করা যাবে। কিন্তু আইওএস ডিভাইসে নতুন ফিচারের সুবিধা পেতে আরও বেশ কয়েক মাস অপেক্ষমান থাকতে হবে বলে জানা গেছে।