।। টেক ডেস্ক ।।
বিশ্বে সোশ্যাল মিডিয়াতে নিজের অবস্থান পোক্ত করতে ও ব্যবহারকারীদেরকে নিজের দিকে আকর্ষণীয় করে তুলতে বিপুল জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রাম নিয়ে আসছে চারটি নতুন ফিচার। টেক প্রতিষ্ঠান মেটা এবার অডিও নোট, সেলফি ভিডিও নোটের নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে এই জনপ্রিয় প্ল্যাটফর্মটিতে। এছাড়াও জন্মদিন এবং স্টোরি পোস্টের ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া এনেছে ইনস্টাগ্রাম। যা অনলাইন প্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে ধারণা করা যাচ্ছে।
জানা গেছে, খুবই তারাতারি নতুন ফিচারগুলো পরীক্ষামূলকভাবে আনবে মেটা। সংস্থাটির প্রত্যাশা ব্যবহারকারীরা নতুন এই ফিচারগুলো পছন্দ করবেন। জন্মদিনকে বিশেষ মুহূর্তে আবদ্ধ করে তুলতে প্রোফাইলে বার্থড ইফেক্ট যুক্ত করে আধুনিক ভাবে জন্মদিনের মুহূর্ত কাটাতে পারবেন ব্যবহারকারীরা।
এছাড়াও প্ল্যাটফর্মটিতে সেলফিসহ ভিডিও নোটও পাঠাতে পারবেন। অডিও নোটের মাধ্যমে ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাদের নিজস্ব মতামত তুলে ধরতে পারবেন। প্রিয়জনদের সাথে বিশেষ মুহূর্ত শেয়ার করে নিতে চাইলে একাধিক স্টোরি পোস্ট করার মাধ্যমে সময় ভাগাভাগি করে নিতে পারবেন। এ ক্ষেত্রে কারা আপনার কোন স্টোরি দেখতে পারবে সেই তালিকাটাও আপনি নিজেই তৈরি করে স্টোরি পোস্ট করতে পারবেন।