।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে সদরের ঘোগাদহ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চর রসুলপুরের একটি বাড়ি থেকে সাজিরন বেওয়া (৮০) নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে ঘোগাদহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর রসুলপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য তৈয়ব আলী জানান, চরের ওই বৃদ্ধার স্বামী থাকেন টাঙ্গাইলে। তার তিন ছেলের এক বউসহ তিনি বাড়িতে ছিলেন। কিন্তু অন্য দুই ছেলের বউ আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে বাড়িতে সাজিরন বেওয়া একা থাকার সুবাদে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে বৃদ্ধার পরিবারের সদস্যরা।
সদর থানার ওসি মাসুদুর রহমান ওই বৃদ্ধার ছোট ছেলের বউ আফরোজার বরাতে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে এক রুমে ছেলের বউ অপর রুমে বৃদ্ধা ঘুমাতে যান। ভোর রাতে আফরোজা উঠে বৃদ্ধার ঘরে সিঁধ কাটার চিহ্ন দেখতে পান। তাৎক্ষণিক ঘরে গিয়ে সেখানে বৃদ্ধার গলাকাটা মরদেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দিলে বুধবার সকালে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, বৃদ্ধার সাথে কারও কোনও বিরোধ ছিল না। তার কাছে গরু ও ধান বিক্রির টাকা ছিল। সে টাকা তিনি নিজের কাছেই রাখতেন। এই টাকার জন্য কেউ তাকে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মামলা হলে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়ার।