।। টেক ডেস্ক ।।
বর্তমানে মানুষ তাদের ব্যক্তিগত কাজ থেকে শুরু করে অনলাইনের সর্বস্তরের কাজে স্মার্টফোন ব্যবহার করে থাকেন। অনেকেই সময় কাটানোর জন্য সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহারের পাশাপাশি যোগাযোগ করা, তথ্য আদান-প্রদান, অনলাইনে বই পড়া, সিনেমা দেখা, ক্লাস করা, গেমস খেলা এমনকি খাওয়া-দাওয়ার বিলটাও পর্যন্ত মেটাতে স্মার্টফোন ব্যবহার করে। বলা যায়, আধুনিক জীবন পরিচালনার জন্য স্মার্টফোন গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। কিন্তু নেট দুনিয়ার মধ্যে কেউ কেউ আবার স্মার্টফোন ব্যবহার করে নানা কারণে সাইবার অপরাধীর দ্বারা ঝামেলায় পড়ে প্রতারণার শিকার হয়ে থাকেন। তাই এবার ডিজিকবচ মানের একটি নতুন ব্যবস্থাপনার সূচনা করল মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। যা অনলাইনে নিজেকে নিরাপদ রাখার পাশাপাশি হ্যাকারদের দ্বারা বিভিন্ন প্রতারণার ফাঁদ থেকে বাঁচাবে মানুষেক।
মার্কিন প্রতিষ্ঠানটির উন্মেচন করা ফিচারটি আক্ষরিক অর্থে অনলাইন জালিয়াতির বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবে কাজ করবে। ফিচারটি এমনই একটি থ্রেট ডিটেকশন বা ওয়ার্নিং সিস্টেম যা অনলাইনে আর্থিক প্রতারণার নমুনা পাওয়া মাত্রই মানুষকে সতর্ক করে দিতে পারে। অনলাইন বিশ্বে আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে প্রতারণার ধরনগুলো অত্যন্ত ভালো ভাবে বিশ্লেষণ করে এবং স্ক্যামারদের পাতা ফাঁদ বা স্ক্যামিং করা কৌশল বুঝতে পারবে এই নতুন ফিচার।
ডিজিকবচ মানের ব্যবস্থা এভাবেই জি-মেইল ফিশিং প্রোটেকশন, গুগল প্লে প্রোটেক্ট, গুগল পে সেফটি অ্যালার্টের মাধ্যমে নিরাপদে রাখে। ডিজিকবচকে শক্তিশালী করে সমগ্র ফাইন্যান্সিশিয়াল ইকোসিস্টেমকে নিরাপদে রাখার চেষ্টা চালাচ্ছে গুগল।