বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতে ১১টি শূন্য পদে মোট ১৫১ জনকে নিয়োগ দেবে। শূন্য পদগুলো ৯তম গ্রেড থেকে ১৩তম গ্রেড পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা অনুযায়ী নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
১.পদের নাম: সহকারী পরিচালক (হিসাব/অর্থ/অডিট/বাণিজ্যিক পরিচালক)
পদসংখ্যা: ১০
শিক্ষাগত যোগ্যতা: বি.কম (সম্মান) সহ এম.কম (ফাইনান্স/মার্কেটিং/ম্যানেজমেন্ট/অ্যাকাউন্টিং) অথবা বি.কম (পাস কোর্স) সহ এম.কম (ফাইনান্স/মার্কেটিং/ম্যানেজমেন্ট/অ্যাকাউন্টিং) (এম.কম এ ১ম শ্রেণি থাকতে হবে) অথবা ফাইনান্স/মার্কেটিং/ম্যানেজমেন্ট/অ্যাকাউন্টিং এ বিবিএ সহ এমবিএ থাকতে হবে। কোনো পরীক্ষাতেই ২য় শ্রেণি/বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ এর নিচে হবে না। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতাসহ বাণিজ্যে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস সফটওয়ারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
২.পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)
পদসংখ্যা: ০৫
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ১ম শ্রেণিতে স্নাতকোত্তর বা ২য় শ্রেণিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। কোনো পরীক্ষাতেই ২য় শ্রেণি/বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ এর নিচে হবে না। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস সফটওয়ারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
৩.পদের নাম: সহকারী পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান)
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ১ম শ্রেণিতে স্নাতকোত্তর বা ২য় শ্রেণিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। কোনো পরীক্ষাতেই ২য় শ্রেণি/বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ এর নিচে হবে না। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস সফটওয়ারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
৪.পদের নাম: মেডিকেল অফিসার
পদসংখ্যা: ০৬
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি। বিএমডিসি এর হালনাগাত রেজিষ্ট্রেশন থাকতে হবে। কোনো পরীক্ষাতেই ২য় শ্রেণি/বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ এর নিচে হবে না।
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস সফটওয়ারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
৫.পদের নাম:রসায়নবিদ
পদসংখ্যা: ০৬
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন শাস্ত্রে ১ম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। কোনো পরীক্ষাতেই ২য় শ্রেণি/বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ এর নিচে হবে না।
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস সফটওয়ারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
৬.পদের নাম: ক্রয়/ভাণ্ডার/সিএন্ডএফ কর্মকর্তা
পদসংখ্যা: ০৪
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ১ম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। কোনো পরীক্ষাতেই ২য় শ্রেণি/বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ এর নিচে হবে না। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ফিডার পদ অর্থাৎ স্টোর কিপার-সি/জেটি সুপারভাইজার-বি/স্টক ভেরিফায়ার/কাস্টম ক্লিয়ারিং ইন্সপেক্টর পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট ক্যাডারে ৮ বছরের অভিজ্ঞতা এবং স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস সফটওয়ারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
৭.পদের নাম: সহকারী প্রধান শিক্ষক
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ সরকার স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র হতে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত। কোনো পরীক্ষাতেই ২য় শ্রেণি/বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ এর নিচে হবে না। অথবা স্নাতক ডিগ্রি এবং কোনো পরীক্ষাতেই ২য় শ্রেণি/বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ এর নিচে হবে না।
অন্যান্য যোগ্যতা: যেকোন মাধ্যমিক বিদ্যালয়ে কমপক্ষে ১২ বছরের শিক্ষকতাসহ প্রশাসনিক অভিজ্ঞতা। অথবা যেকোন মাধ্যমিক বিদ্যালয়ে কমপক্ষে ১০ বছরের শিক্ষকতাসহ প্রশাসনিক থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-০৯)/ ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৮.পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ০৭
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। কোনো পরীক্ষাতেই ২য় শ্রেণি/বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ এর নিচে হবে না। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসহ বাণিজ্যে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস সফটওয়ারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০
৯.পদের নাম: সহকারী নিরাপত্তা কর্মকর্তা/আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: নিরাপত্তা ও অনুসন্ধান সংক্রান্ত কাজে ৫ বছরের অভিজ্ঞতাসহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি। কোনো পরীক্ষাতেই ২য় শ্রেণি/বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ এর নিচে হবে না।
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস সফটওয়ারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
গ্রেড: ১১
১০.পদের নাম: সহকারী হিসাব রক্ষক
পদসংখ্যা: ৩০
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক পাস। কোনো পরীক্ষাতেই ২য় শ্রেণি/বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ এর নিচে হবে না।
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস সফটওয়ারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
১১.পদের নাম: উচ্চমান হিসাব সহকারী
পদসংখ্যা: ৭৭
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক পাস। কোনো পরীক্ষাতেই ২য় শ্রেণি/বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ এর নিচে হবে না।
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস সফটওয়ারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
আবেদনকারীর বয়সসীমা: ক্রমিকে উল্লিখিত ১নং হতে ৬নং এবং ৮নং হতে ১১নং পদের জন্য বয়সসীমা ১৯ অক্টোবর ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত হতে হবে। ক্রমিকে ৭নং পদের জন্য ১৯ অক্টোবর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩৭ বছর পর্যন্ত। তবে ক্রমিকে ১, ২, ৩, ৬ ও ৮নং পদে বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
দেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনে ক্রমিকে ১নং থেকে ৭নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৬০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬৯/- টাকা সর্বমোট ৬৬৯/- টাকা, ক্রমিকে ৮নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৫৮/- টাকা সর্বমোট ৫৫৮/- টাকা, ক্রমিকে ৯নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৩০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৩৫/- টাকা সর্বমোট ৩৩৫/- টাকা এবং ক্রমিকে ১০ ও ১১নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- টাকা সর্বমোট ২২৩/- টাকা পরিশোধ করে, অফেরতযোগ্য অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের লিংক: http://bpdb.teletalk.com.bd
আবেদনের শেষ তারিখ: ০২ নভেম্বর ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।