।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে বসতবাড়ির তালা ভেঙ্গে চুরির ঘটনায় মালামাল উদ্ধার করে চুরির মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ১৮ অক্টোবর রাতে উলিপুর পৌরসভার পূর্ব বাজার এলাকার মো.শাহ্ জাহান হোসেনী তার বাসার দরজা ও গেটে তালা লাগিয়ে পরিবারের সকল লোকজন মিলে বজরা এলাকায় বোন জামাইয়ের জানাজায় অংশগ্রহণ করার উদ্দেশ্যে যায়। পরদিন নিজ বাসায় ফেরত এসে দেখতে পায় তাদের বাসার গেটের তালা ও রুমের তালা ভাঙ্গা ও ঘরের আসবাবপত্র এলোমেলো এবং তাদের বিভিন্ন মালামাল ঘরে নেই। পরে উলিপুর থানার অজ্ঞাত চোরদের নামে মামলা রুজু হওয়ার পর তাৎক্ষণিকভাবে উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম মামলার তদন্তে স্থানীয় লোকজনদের জিজ্ঞেসাবাদে কিছু লোকের বাসার আশেপাশে কিছু দিন সন্দেহজনকভাবে ঘোরাফেরার তথ্য পায়।
সেই তথ্যের ভিত্তিতে উলিপুর থানার অনুসন্ধানে চোর চক্রের মূলহোতা উলিপুর পৌরসভাধীন জোনাইডাঙ্গা গ্রামের মোঃ ফারুক হোসেন (৩২), মোঃ খোকন মিয়া (৪২) ও হাতিয়া ইউনিয়নের ডোবারপাড় এলাকার মোঃ আঃ হাকিম (৪৮)কে গ্রেফতার করা হয়। এবং তাদের দেয়া তথ্যমতে চোরাইকৃত ছোট পানির পাম্প ১টি, গ্যাসের চুলা ১টি, লাল রংয়ের ছোট বাই সাইকেল ১টি, এলইডি মনিটর ২টি, গ্যাস সিলিন্ডার ১টি, স্বর্ণের আংটি ১, কম্বল ২টি, স্ট্যাবিলাইজার ১টি, পানির ফিল্টার ১টি, ব্লেন্ডার ১টি, মেলামাইন প্লেট ১৩টি উদ্ধার করা হয়।
শনিবার (২১ অক্টোবর) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃত আসামীরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
//নিউজ//উলিপুর//জাহিদ/অক্টোবর/২১/২৩