।। টেক ডেস্ক ।।
বর্তমানে অনলাইনের কাজকে আরও দ্রুত ও সহজ করতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরণের অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। কিন্তু অধিকাংশ সময়েই আমরা আসল অ্যাপ চিনতে না পারায় ভুয়া অ্যাপ ডাউনলোড করে ফেলি। স্মার্টফোনে ভুয়া অ্যাপ ডাউনলোড করলে ব্যক্তিগত তথ্য বেহাত হতে পারে। এজন্য ভুয়া অ্যাপ চিহ্নিত করার কিছু পদ্ধতি জানা থাকলে বেশ কিছু বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি।
চলুন জেনে নেয়া যাক ভুয়া ও নকল অ্যাপ চেনার উপায়ঃ-
* ডিভাইসে কোনো প্রকার অ্যাপের প্রয়োজন হলে অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে সেই প্রয়োজনীয় অ্যাপটি ডাউনলোড করা জরুরী। তার কারণ, অফিসিয়াল অ্যাপ স্টোরগুলোতে ক্ষতিকারক অ্যাপ খুঁজে পাওয়া গেলে কর্তৃপক্ষ সেগুলো যত দ্রুত সম্ভব অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলে, তাই অ্যাপ স্টোর থেকে প্রয়োজনীয় অ্যাপটি ডাউনলোড করতে পারেন।
* যদি কোনো অ্যাপের মৌলিক বিবরণে প্রচুর বানান বা ব্যাকরণগত ভুল খুঁজে পান, তাহলে বুঝতে হবে এটি একটি ভুয়া অ্যাপ। কারণ, অ্যাপের মৌলিক বিবরণে এ ধরণের ভুল থাকা মানেই হলো সেই অ্যাপটি তুলনামূলক ভুয়া হওয়ার সম্ভাবনাই বেশি।
* কোনো অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই কাস্টমার রিভিউ পড়ুন। কারণ এই রিভিউ এর ভিত্তিতেই অ্যাপের মান ও জনপ্রিয়তা বাড়ে এবং এর সাথে বাড়তে থাকে রেটিং। ফলে এই পদ্ধতি অনুসরণ করেও জানতে পারবেন যে এই অ্যাপটি আসল না ভুয়া।
* ভুয়া ও নকল অ্যাপ চিনতে ডাউনলোডের সংখ্যাকেও বিবেচনা করে দেখুন।
* অনলাইন সুরক্ষায় ডিভাইসে পেইড অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন। কারণ ভুয়া বা নকল অ্যাপ যাচাইয়ে অ্যান্টিভাইরাস বেশ সুবিধাজনক এবং এই অ্যাপ্লিকেশন ব্যবহারে মোবাইলের ডেটা চুরি করা প্রায় অসম্ভব।