নিউজ ডেঙ্কঃ
ভাওয়াইয়ার জীবন্ত কিংবদন্তি ভাওয়াইয়া ভাস্কর ভূপতি ভূষণ বর্মাকে তার ঊনষাটতম জন্মদিনে উলিপুর ডট কম এর পক্ষে বই দিয়ে শুভেচ্ছা জানান উলিপুর ডট কমের সহঃ সম্পাদক জরীফ উদ্দীন ও স্বেচ্ছাসেবক আশরাফুল ইসলাম।
রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, পাঁচপীর স্টেশন শাখার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিন্দন জানান গণকমিটি,পাঁচপীর স্টেশন শাখার আহ্বায়ক এমদাদুল হক ও মো: শাহিনুল ইসলাম লিটন ।
এই মহান শিল্পী জন্মগ্রহণ করেন ২৮ অক্টোবর ১৯৫৭ সালে (১৩৬৪ বঙ্গাব্দ) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আঠারো পাইকা গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে । বাবা নরেন্দ্রনাথ বর্মা ছিলেন স্কুল শিক্ষক এবং মাতা কার্মাক্ষাময়ী দেবী গৃহিণী ছিলেন।
গত ২৮ অক্টোবর বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমী, উলিপুর, কুড়িগ্রামে জাকজমকভাবে অনুষ্ঠিত হয় ৫৯তম জন্মদিন। কেক কাটার পর আলোচনা সভা ও ভাওয়াইয়ার আসর অনুষ্ঠিত হয়।
তার সম্পর্কে জানতে