প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতে স্থায়ীভাবে ৫টি শূন্য পদে মোট ১২ জনকে নিয়োগ দেবে। শূন্য পদগুলো ১৩তম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা অনুযায়ী নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
২. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ এবং সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলা ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
৪. পদের নাম: ফটোকপি অপারেটর
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা
গ্রেড: ১৮
৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০৫
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
আবেদনকারীর বয়সসীমা: আবেদনকারীর বয়স ০১ অক্টোবর ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত হতে হবে।
ক্রমিকে উল্লিখিত ১, ২ ও ৩নং পদে নরসিংদী, গোপালগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, কক্সবাজার, খাগড়াছড়ি, সিরাজগঞ্জ, নওগাঁ, ঠাকুরগাঁও, রংপুর, চুয়াডাঙ্গা, ভোলা, বরিশাল, পিরোজপুর, বরগুনা ও সুনামগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এবং ক্রমিকে ৪ ও ৫নং পদে গাজীপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, পাবনা, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, যশোর, ঝিনাইদহ, ঝালকাঠি, নড়াইল ও হবিগঞ্জ জেলা ছাড়া সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনে ক্রমিকে ১, ২ ও ৩নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- টাকা সর্বমোট ২২৩/- টাকা এবং ক্রমিকে ৪ ও ৫নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকা সর্বমোট ১১২/- টাকা পরিশোধ করে, অফেরতযোগ্য অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের লিংক: http://mopme.teletalk.com.bd
আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৩ পর্যন্ত।