উলিপুর সদর থেকে প্রায় ৫ কিঃমিঃ দূরে অবস্থিত গেন্দু মিয়ার মসজিদ। মসজিদটি উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রামধন মৌজায় অবস্থিত। তিন গম্বুজ বিশিষ্ঠ মসজিদটির দৈঘ্য ৩৬ ফুট, প্রস্থ্য ১৬ ফুট এবং দেয়ালের পুরুত্ব প্রায় ৩ ফুট। এই মসজিদটি নির্মাণে পাতলা ইট ও চুন সুরকি ব্যবহৃত হয়েছে। মসজিদটার চার কোনায় চারটি উঁচু ও বড় মিনার রয়েছে। এছাড়াও আরো চারটি মিনার আছে। মসজিদটি সংস্কার করার ফলে এর পুরানো অলংকার নষ্ট হয়ে গেছে। ব্রিটিস আমলের প্রথম দিকে মোঘল স্হাপত্য শৈলীতে এই মসজিদটি নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। জনৈক অখিল মাহমুদ সরকার এই মসজিদের নির্মাতা বলে জানা যায়। ১৩৪৪ বঙ্গাব্দে অখিল মাহমুদের উত্তরসুরি গেন্দুমিয়া মসজিদটি সংস্কার করায় তখন থেকে মসজিদটি গেন্দু মিয়ার মসজিদ নামে পরিচিতি লাভ করে ।
গেন্দু মিয়ার মসজিদ
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.