|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, অক্টোবর ১৭, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রৌমারী থেকে নিখোঁজ মেয়েকে জর্ডানে পাচারের চেষ্টা, উদ্ধার করল পুলিশ
রৌমারী থেকে নিখোঁজ হওয়া আরিফা খাতুন (২১)কে জর্ডানে পাচারের চেষ্টাকালে উদ্ধার করেছে পুলিশ। তিনি ঝুনকির চর গ্রামের শুকুর আলীর কন্যা। পুলিশ জানায়, গত ৫ অক্টোবর রৌমারী থানায় একটি নিখোঁজ ডায়েরি হয়। বিভিন্ন তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ অক্টোবর) নিখোঁজ হওয়া আরিফা খাতুনকে জর্ডানে পাচারের চেষ্টাকালে গাজীপুর জেলার জয়দেবপুর থানার হোতাপাড়া ওভার ব্রীজের নিকট থেকে তাকে উদ্ধার করে রৌমারী থানা পুলিশের একটি টিম।
➤ উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষা বৃত্তি প্রদান
উলিপুরে স্বর্গীয় অম্বিকাচরণ রায়ের স্মৃতি রক্ষার্থে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে চতুর্থবারের মত শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উলিপুর মহিলা ডিগ্রী কলেজে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত অম্বিকাচরণ রায়ের তৃতীয় পুত্র প্রফেসর নিখিল চন্দ্র রায় (অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, চৌদ্দগ্রাম সরকারি কলেজ, কুমিল্লা) এবং পৌত্র রবীন্দ্রনাথ রায়ের (ম্যানেজার, এনসিসি ব্যাংক, রংপুর শাখা) আংশিক সহযোগিতায় ৬ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
➤ রংপুরে র্যাবের অভিযানে ১০১ কেজি গাঁজাসহ কুড়িগ্রামের ফরহাদ আটক
মাদক বহনকারী একটি ভুট্টা বোঝাই ট্রাক শনাক্ত হলে অত্যন্ত বিচক্ষণতার সাথে আভিযানিক দল রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন পায়রাবন্দ ইউনিয়নের রংপুর হাইওয়ে রেস্তোরার সামনে রংপুর টু বগুড়াগামী মহাসড়কের পাকা রাস্তার উপর থেকে ভুট্টা বোঝাই ট্রাকের ভিতর থেকে পলিথিনে মোড়ানো কস্টেপ দিয়ে প্যাঁচানো ২৬ টি প্যাকেটে রক্ষিত ১০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ ফরহাদ ইসলাম (২৬) কে আটক করা হয়।
https://www.ulipur.com/?p=27608
➤ দূর্গাপুজা উপলক্ষে ৭ দিন বন্ধ থাকবে ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর
পণ্য আমদানি-রপ্তানিসহ সকল ব্যবসায়িক কার্যক্রম আগামী শনিবার ২১শে অক্টোবর থেকে ২৬ শে অক্টোবর বৃহস্পতিবার ও পরের দিন শুক্রবার সরকারি ছুটি থাকায় ২৮ শে অক্টোবর শনিবার থেকে বন্দরের সকল কার্যক্রম চালু থাকবে।
https://www.ulipur.com/?p=27577
➤ হত্যার ৭ বছর পর রৌমারীর পলাতক আসামীকে গাজীপুর থেকে গ্রেফতার
রৌমারীর চর শৌলমারী ইউনিয়নের মিয়ার চর গ্রামের আসকর আলী ও তার স্ত্রী ফিরোজা বেগম নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় বসবাস করছিলেন। ২০১৬ সালে আসকর আলীর স্ত্রী ফিরোজা বেগম ও তার পরকীয়া প্রেমিক আনোয়ার হোসেন এবং সহযোগী বন্ধুরা মিলে আসকর আলীকে খুন করে পালিয়ে আসে।
https://www.ulipur.com/?p=27594