|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, অক্টোবর ১৬, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে নারীর পেট থেকে বের হলো ৮ কেজি ওজনের টিউমার
কুড়িগ্রামে এক নারীর পেট থেকে অস্ত্রোপচার করে বের করলেন ৮ কেজি ওজনের টিউমার। রবিবার রাত ৮ টায় কুড়িগ্রাম কলেজ রোড (পুরাতন রেজিষ্ট্রি পাড়া) যমুনা ক্লিনিক এন্ড ডায়গনিষ্টটিক সেন্টারে প্রতিমা রাণী (৫০)’র অস্ত্রোপচার করা হয়। ডা. তৌফিকুল ইসলাম প্রতিমা রাণীর অস্ত্রোপচার করে প্রায় ৮ কেজি ওজনের ওভারিয়ান সিষ্ট টিউমার বের করেছে।
➤ সাময়িক বরখাস্তের পরেও বহাল তবিয়তে থেতরাই ইউপি চেয়ারম্যান
একের পর এক এত কেলেঙ্কারি, দুর্নীতিসহ নানা অনিয়ম আর বিতর্কিত কর্মকাণ্ড- সৃষ্টি করেও উলিপুরের থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা কেন বহাল তবিয়তে? এ প্রশ্ন এখন সর্বত্র, সবার মুখে মুখে।
https://www.ulipur.com/?p=27564
➤ কুড়িগ্রামে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে আটক ৩
নাজিরা মুন্সিপাড়ার বাদী মোঃ সহিদুল ইসলাম ০৯ অক্টোবর বিকাল ০৩ঃ০০ ঘটিকার সময় হালাবট মোড়ে বসে থাকাকালে আসামীরা মোটরসাইকেল যোগে এসে নাম ঠিকানা জানতে চাইলে তিনি সরল বিশ্বাসে আসামীদের তাঁর নাম ঠিকানা বলে। উক্ত সময় আশপাশে কেউ না থাকার সুযোগে আসামীরা তাকে ছোড়া দেখিয়ে শক্তি মোহড়া প্রদর্শন করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভীতি প্রদর্শন করে এবং বাদীকে থানা পুলিশ সংবাদ প্রদান না করার জন্য বলে বাদীর মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।
https://www.ulipur.com/?p=27567
➤ কুড়িগ্রামে নিখোঁজের ৮দিন পর ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার, আটক ৩
কুড়িগ্রাম পৌর শহরে অবস্থিত বেসরকারি এনজিও আরডিআরএস বাংলাদেশ’র স্থানীয় অফিসের ভিতরে একটি পরিত্যক্ত পুকুরে মাহমুদুল ফেরদৌস মামুন (২৬) নামে এক বিএসসি ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
https://www.ulipur.com/?p=27574