।। টেক ডেস্ক।।
অনেকক্ষেত্রেই অনলাইন কাজের সুবিধার্থে একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করার প্রয়োজন হয়। সাধারণত কম্পিউটার বা স্মার্টফোনে একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা গেলেও অ্যাকাউন্টগুলোর মধ্যে একটি অ্যাকাউন্টকে ডিফল্ট হিসেবে রাখতে হয়। এই ডিফল্ট গুগল অ্যাকাউন্ট মূলত ব্রাউজারের প্রাইমারি অ্যাকাউন্ট হিসেবে কাজ করে। কিন্তু বর্তমানে চাইলেই কম্পিউটার বা স্মার্টফোনের একই ডিভাইসে একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। যা ব্যবহার করে জিমেইল, গুগল ড্রাইভ, গুগল ডকসসহ গুগলের অন্যান্য সেবা নিয়ে অনলাইন কাজকর্মকে আরও সহজলভ্য করে তুলতে পারেন।
চলুন তাহলে জেনে নেওয়া যাক একই সঙ্গে একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করবেন যেভাবেঃ-
কম্পিউটারে:
* সর্বপ্রথম কম্পিউটারে জিমেইলের নতুন ট্যাব চালু করতে হবে
* এরপর উক্ত ট্যাবের ওপরের মধ্যে থাকা ডান দিকে প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে
* ছবিতে ক্লিক করার পর নিচে থাকা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশন পাওয়ার পর তাতে ক্লিক করে প্রাইমারি অ্যাকাউন্টের বদলে অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে
* উক্ত পদ্ধতি অবলম্বন করে একাধিক গুগল অ্যাকাউন্ট লগইন করা সম্ভব, যার ফলে নিজেদের ইচ্ছেমতো একাধিক গুগল অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন
* এবার গুগল অ্যাকাউন্ট লগইন করার পর স্ক্রিনে ব্রাউজারের ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ক্লিক করার পর চাইলেই এখন যেকোনো কাঙ্ক্ষিত অ্যাকাউন্ট নির্বাচন করার মাধ্যমে জিমেইল, গুগল ড্রাইভ ও ডকসসহ গুগলের বিভিন্ন ধরণের পরিষেবা ব্যবহার করা যাবে।
স্মার্টফোনে:
* স্মার্টফোনের জিমেইল অ্যাপের ওপরে ডান পাশে প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে
* এরপর ‘অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট’ নির্বাচন করে দিতে হবে
* কম্পিউটারের মতো স্মার্টফোনেও একাধিক গুগল অ্যাকাউন্ট যুক্ত করতে হবে
* এখন যেকোনো কাঙ্ক্ষিত গুগল অ্যাকাউন্ট নির্বাচন করে দিয়ে জিমেইল, গুগল ড্রাইভ ও ডকসসহ গুগলের অন্যান্য সেবা ব্যবহার করতে পারবেন।
কিন্তু গুগলের এই ফিচারটির সেবা গ্রহণ করতে স্মার্টফোনে জিমেইল, গুগল ড্রাইভ ও ডকসসহ গুগলের বিভিন্ন পরিষেবার অ্যাপ ব্যবহার করতে হবে।