।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরি চালু হওয়ায় ব্যাপক সাড়া পড়েছে, সেই সাথে বেড়েছে রাজস্ব আয়। ফেরি পারাপারে পণ্যবাহী গাড়িগুলো চিলমারী-রৌমারী নৌ-রুট বেছে নেয়ায় চিলমারী নদী বন্দর রমনা ঘাট এলাকাটি যেন প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতা সাথে গাফলতির কারণে বিভিন্ন ভাবে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। রৌমারী ঘাটে ভাঙ্গনের কারণে সঠিক সময় ফেরি ভিড়তে না পাওয়ায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চিলমারী নদী বন্দর রমনা ঘাঠে প্রায় অর্ধশতাধিক পণ্যবাহী গাড়ি আটকে পড়েছে। বাড়ছে দুর্ভোগ আর ভোগান্তি।
জানা গেছে, চিলমারী-রৌমারী নৌ-রুটে ফেরি কুঞ্চলতা দিয়ে শুরু হয় পারাপার। চাহিদা বৃদ্ধি পাওয়ায় নতুন করে সংযুক্ত করা হয় ফেরি বেগম সুফিয়া কামাল। দুটি ফেরি চিলমারী-রৌমারী নৌ-রুটে চালু হওয়ায় দ্বিগুন চাহিদা বেড়ে যায় পণ্যবাহী গাড়ি পারাপারের। পণ্যবাহী গাড়ি ফেরি পারাপার বেড়ে যাওয়ায় বেড়ে যায় রাজস্ব আয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও গাফলতির কারণে ফেরি চলাচল বিঘ্নতা সৃষ্টি হওয়ায় আবারও পণ্যবাহী ট্রাক আটকে পড়ে। পারাপারের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। চালকসহ পারাপরের অপেক্ষায় যাত্রীদেরও পড়তে হচ্ছে ভোগান্তিতে।
কর্তৃপক্ষ সূত্রে জনা গেছে, শনিবার (১৪ অক্টোবর) বিকালে ১১টি যানবাহন নিয়ে ফেরি বেগম সুফিয়া কামাল ছেড়ে গেলেও রৌমারী ঘাটে ভাঙ্গন দেখা দেয়ায় সেটি (এরিপোর্ট লেখা রবিবার দুপুর পর্যন্ত ) ঘাটে ভিড়তে না পারায় শনিবার থেকেই পণ্যবাহী গাড়িগুলো ফেরিতে অবস্থান করছে ফলে ভোগান্তিতে পড়েছে চালকসহ যাত্রীরা। এদিকে রবিবার সকাল থেকে চিলমারী থেকে রৌমরীর উদ্যোশে ফেরি কুঞ্জলতা ছেড়ে না যাওয়ায় চিলমারী নদী বন্দর রমনা ঘাটে প্রায় অর্ধশাতিক পণ্যবাহী গাড়ি আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছে চালক ও সহকারীরা। গাড়িগুলো সড়কে অবস্থান করায় সড়কে যানজোট সৃষ্টির সাথে স্থানীয় ব্যবসায়ীরা পড়েছে বিপাকে।
এলাকার আমিনুল, নুর আমিনসহ অনেকে বলেন, ফেরিটি চালু হওয়ায় এলাকায় আনন্দ বিরাজ করলেও কর্তৃপক্ষের গাফলতির কারনে ব্যাহত হচ্ছে চলাচল, ফলে বাড়ছে ভোগান্তি। ভোগান্তির কথা স্বীকার করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারী ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ফেরি বেগম সুফিয়া কামাল রৌমারী ঘাটে গেলেও ভাঙ্গনের কারণে উাঠানামার পন্টুনটি সরে গিয়েছে ফলে ফেরিটি ভিড়তে না পারায় ফেরিতে যাওয়া গাড়িগুলো নামতে পারেনি আর এই কারনে ফেরি কুঞ্জলতা চিলমারী থেকে ছেড়ে যায়নি, সমস্যার সমাধান হলে ফেরি কুঞ্জলতাটি ছেড়ে যাবে।
বিআইডব্লিউটিএ’র সিরাজগঞ্জ ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো.নজরুল ইসলাম জানান, রৌমারী ঘাটের পন্টুনের র্যামর নিচের মাটি সরে যাওয়ায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে মাটি ভরাটের কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলেই ফেরি চলাচল স্বাভাবিক হবে।
//নিউজ/চিলমারী//সোহেল/অক্টোবর/১৫/২৩