।। নিউজ ডেস্ক ।।
ইন্টারনেট ব্যবহারকারীরা তিন দিনের ইন্টারনেট প্যাকেজ এখন থেকে ব্যবহার করতে পারবে না। কেননা মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ রোববার (১৫ অক্টোবর) থেকে তিন দিন মেয়াদি ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। অর্থাৎ ইন্টারনেট গ্রাহকরা শনিবার (১৪ অক্টোবর) মধ্যরাত থেকে তিন দিনের প্যাকেজের সুবিধা গ্রহণ করতে পারছেন না। বর্তমানে যেকোনো গ্রাহককে অন্তত সাতদিন মেয়াদের ইন্টারনেট প্যাকেজ কিনতে হবে। যার জন্য গ্রাহককে সাত দিনের প্যাকেজ কিনতে তিন দিন মেয়াদি প্যাকেজের চেয়ে বেশি টাকা গুনতে হবে। এতে মানুষের ব্যয় বাড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
মোবাইল অপারেটর গ্রামীণফোনের মাই জিপি এবং রবি’র মাই রবি অ্যাপে রোববার (১৫ অক্টোবর) সকালে দেখা গেছে, তিন দিন মেয়াদের গিগাবিট (জিবি) ডাটার কোনো প্যাকেজ নেই। জিপি সিমে তিন জিবি ও রবি তে ২.৫ জিবি সাত দিন মেয়াদি ডাটা কিনতে ব্যয় হবে ৯৮ টাকা এবং সাতদিন মেয়াদে জিপি’র ১০ জিবি ও রবি’র ৮ জিবি ডাটা কিনতে দাম পড়বে ১৬৯ টাকা করে। কিন্তু মাই জিপিতে এক দিন মেয়াদি ৫১২ মেগাবাইট ২৮ টাকার প্যাকেজটি দেখতে পাওয়া গেছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য মতে ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে নতুন নির্দেশনায় বলেছেন, কেবলমাত্র ৭ ও ৩০ দিন মেয়াদি প্যাকেজ রাখার সুযোগ দেওয়া হয়েছে। এর বাইরে থাকতে পারবে অনির্দিষ্ট মেয়াদের (আনলিমিটেড) প্যাকেজ। মোট ৪০টি প্যাকেজ দিতে পারবে অপারেটররা। এত দিন ৩, ৭, ১৫, ৩০ ও অনির্দিষ্ট মেয়াদের প্যাকেজ ছিল। অপারেটরগুলো মোট ৯৫টি প্যাকেজ দিয়ে থাকত।
ইন্টারনেট ব্যবহার করা যাদের একেবারেই প্রয়োজন, তাদেরকে বাড়তি টাকা ব্যয় করে ইন্টারনেট ব্যবহার করতে হবে। প্রয়োজন না থাকলেও অনেকে বেশি মেয়াদের দামি প্যাকেজ কিনে ইন্টারনেট ব্যবহার করতে হবে। সর্বশেষ ৯০ দিনের মধ্যে অন্তত একবার যে ইন্টারনেট ব্যবহার করেছে সাধারণত তাকে একজন গ্রাহক ধরা হয়। অপারেটরদের হিসাবে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীদের ৬৯ শতাংশের বেশি ৩ দিনের প্যাকেজ ব্যবহার করে থাকে। দেশে মুঠোফোনে প্রায় ১২ কোটি ইন্টারনেট ব্যবহারকারী ইন্টারনেটের সুবিধা গ্রহণ করে।