|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, অক্টোবর ১৪, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন
তিন কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে এই তিনতলা ভবনে (প্রায় ৮ হাজার বর্গফুট আয়তনের) সাচ্ছন্দ্যে দ্রুত পাসপোর্ট ও ইমিগ্রেশন এর সব ধরণের সেবা পাবেন বলে জানানো হয়। এ প্রকল্পে ব্যয় ধরা হয় চার কোটি ৬৫ লক্ষ ২৬ হাজার টাকা এবং মেয়াদ ছিলো ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত। নির্ধারিত সময়ের আগে এবং ৯২ লক্ষ ৫৮ হাজার ২০০ শত টাকা সাশ্রয় হয়।
➤ ২৩ ঘণ্টা পর সচল হয়েছে কুড়িগ্রামের রেল যোগাযোগ
রাজারহাটের সিঙ্গেরডাবরি এলাকায় ক্ষতিগ্রস্থ রেল সেতু মেরামত হওয়ায় ২৩ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে কুড়িগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ফলে উত্তরের জেলা কুড়িগ্রামের মানুষের রেল যোগাযোগ স্বস্তি ফিরেছে। শনিবার (১৪ অক্টোবর) কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টার মোঃ শামসুজ্জোহা বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
https://www.ulipur.com/?p=27505
➤ রাজারহাটে সেতু দেবে যাওয়ায় কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
ঘনঘন বৃষ্টিপাতের ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার (১৩ অক্টোবর) রাত থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের শাটল ট্রেনসহ চিলমারী রমনা রেলস্টেশন থেকে পার্বতীপুর লোকাল ট্রেনটির চলাচল বন্ধ করে দেয় রেল কৃর্তপক্ষ। কুড়িগ্রাম থেকে সারাদেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কুড়িগ্রামের যাত্রীরা পড়েছে দুশ্চিতায়।
https://www.ulipur.com/?p=27485