|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চিলমারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি, এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে বিভিন্ন সংস্থার সহযোগীতায় একটি র্যালি বের করা হয়।
➤ নাগেশ্বরীতে ২০২ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
নাগেশ্বরী পৌরসভাধীন আশারমোড় নামক স্থানে পাকা রাস্তার উপর হতে ছোটখাটামারী ০১ নং ওয়ার্ডে মোঃ ওসমান গনি (৪৫)’কে ২০২ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ভ্যান জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে।
➤ চিলমারীতে দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত হলো ঘোড়ার দৌড়
চিলমারীতে দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিত হলো ঘোড়ার দৌড় প্রতিযোগীতা। শতশত মানুষের ঢল। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সহযোগীতায় চিলমারী ইউনিয়নের জোদ্দারপাড়ার আয়োজনে প্রথম দিনে ৫টি গ্রুপে বিভিন্ন উপজেলার ৩০টি ঘোড়া প্রতিযোগীতায় অংশ নেয়। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে খেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।
➤ রাজিবপুরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
স্থানীয় ও নিহত শিশুর মা ছাবিনা খাতুন জানান, শুক্রবার সকালে ৭টার দিকে বাড়ির উঠানে খেলা করছিল শিশু লামইয়া এবং রান্নার কাজে ব্যস্ত ছিল শিশুটির পরিবারের লোকজন। সবার অজান্তে শিশুটি বাড়ির পাশে ডোবার পানিতে পরে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে ভাসতে দেখেন স্বজনরা।
➤ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
তবকপুর ইউনিয়নের উমানন্দ মিয়াজি পাড়া এলাকার আব্দুল মালেকের স্ত্রী আলেয়া বেগম বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে রান্নার কাজ করতে ঘরে বৈদ্যুতিকলাইট জ্বালাতে গিয়ে অসাবধানতা বসত সুইচে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হন। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।