।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN) এর আওতায় ও উলিপুর থানা পুলিশের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উলিপুর এমএস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সাথে বাল্যবিবাহ, নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার, অপহরণ, নারী নির্যাতন ও মাদক সেবন প্রতিরোধ সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী মাহমুদুর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, এমএস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, প্রভাষক স.ম আল মামুন সবুজ প্রমুখ।
মতবিনিময় সভায় ওসি গোলাম মর্তুজা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারে সতর্ক থেকে সবাইকে বাল্যবিবাহ, অপহরণ, নারী নির্যাতন ও মাদক সেবন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। যেকোন প্রয়োজনে পুলিশি সেবা পেতে ৯৯৯ এ ফোন করার আহবান জানান পুলিশের এই কর্মকর্তা।
//নিউজ//উলিপুর//জাহিদ/অক্টোবর/১২/২৩