।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে ১৯পিস ইয়াবাসহ মোহাম্মদ আজিজুল ইসলাম (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলেন দুর্গাপুর ইউনিয়নের গোড়াই মন্ডলপাড়া গ্রামের আহমদ আলীর পুত্র।
পুলিশ জানায়, মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে দুর্গাপুর ইউনিয়নের গোড়াই আনন্দবাজার থেকে ১৯ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ আজিজুল ইসলামকে গ্রেফতার করা হয়।
বুধবার (১১ অক্টোবর) উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
//নিউজ/উলিপুর//জাহিদ/অক্টোবর/১১/২৩