|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, অক্টোবর ০৯, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩১
জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ০৬ জন (রৌমারী) নিয়মিত মামলায় গ্রেফতার ২২ জন (কুড়িগ্রাম-০৯, উলিপুর-১০, রৌমারী-০২, কচাকাটা-০১), ১৫১ ধারায় ০২ জন (কুড়িগ্রাম), ৩৪ ধারায় ০১ জন (কুড়িগ্রাম) সহ মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়।
➤ কুড়িগ্রাম প্রথম শ্রেণির পৌরসভা হয়েও নেই কোনো উন্নয়নের ছোঁয়া
দীর্ঘদিন ধরে সংস্কার না করায় শহরের গুরুত্বপূর্ণ হাসপাতাল সড়ক, গাড়িয়াল পাড়া, দক্ষিণ হাসপাতাল পাড়া (রৌমারী পাড়া),গড়ের পাড়, খেজুরের তল, হরিকেশ মোড়, হাটির পাড়, ভেলাকোপ, মাটিকাটার মোড়, নীলারাম ও মোগলবাসা সড়কসহ ছোট-বড় খালখন্দে বিপর্যস্ত অবস্থা বিরাজ করছে। এসব সড়কের কোথাও কোথাও সৃষ্টি হয়েছে গর্ত।
https://www.ulipur.com/?p=27356
➤ চিলমারীতে মেইল ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
স্থানীয়দের দাবী বর্তমানে যে কমিউটার ট্রেন চালু আছে সেটি সকাল ৮ টায় চিলমারী থেকে রংপুর যাওয়ার সময় কাজে লাগলেও ফিরতি পথে রাত ১২টায় চিলমারীতে পৌঁছাতে কারণে কোনো কাজেই আসেনা চিলমারী, রৌমারী ও রাজিবপুরবাসীর। ফলে ট্রেনটি ফেরার পথে প্রায় যাত্রীশূন্য থাকে।
https://www.ulipur.com/?p=27378
➤ কুড়িগ্রামে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে কুড়িগ্রামে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি’র দুটি গ্রুপ।
https://www.ulipur.com/?p=27383