|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, অক্টোবর ০৮, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগরেরা
প্রতিমা তৈরির ব্যবসায়ী কারিগর গোবিন্দ রায় বলেন, গত বছরের তুলনায় এ বছর প্রতিমার চাহিদা বেশি। গত বছর ৮টি প্রতিমা তৈরি করেছি। এ বছর ১০টি প্রতিমা তৈরি অর্ডার পেয়েছি। আরও ২-৩ তিনটি অর্ডার সময়ের অভাবে ফেরত দিয়েছি। বাজারে সব কিছুরই দাম বৃদ্ধি পেয়েছে। সাধারণত প্রতিটা প্রতিমা তৈরিতে ব্যয় হয় প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা। আমরা বিক্রি করি ১৪ থেকে ১৫ হাজার টাকা।
https://www.ulipur.com/?p=27318
➤ রৌমারীতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (০৮ অক্টোবর) সকাল ৮.২৫ টায় রৌমারী থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রৌমারীর চর বামনের চর এলাকার নটানপাড়া থেকে মাদক কারবারি মোঃ শাহ আলম কে ৫০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
https://www.ulipur.com/?p=27351
➤ উলিপুর ও কুড়িগ্রাম সদরে জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেফতার
রোববার (৮ অক্টোবর) সকালে দুর্গাপুর ইউনিয়নের গোড়াই আনন্দবাজার মোড় থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার এসআই আতিকুজ্জামানা আতিক। অপরদিকে কুড়িগ্রাম সদর উপজেলার যতিনেরহাট এলাকা থেকে মিছিল শুরুর প্রাক্কালে জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
https://www.ulipur.com/?p=27363
➤ উলিপুরে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু
রবিবার সকাল ১১ টার দিকে কেকতির পাড় গ্রামের আব্দুল হামিদ তার ব্যাটারি চালিত অটোরিকশাটি রেখে বাড়ির ভেতরে ঢুকছিলেন। এ সময় ফাহিমাসহ কয়েকজন শিশু অটোরিকশায় বসে খেলছিল। কিন্তু ভুলবশত অটোচালক হামিদ গাড়ির চাবিটি রেখে যায়। শিশুরা রেখে যাওয়া চাবি দিয়ে গাড়ি চালু করে পিকআপ ঘোরাতে থাকে।
https://www.ulipur.com/?p=27361