।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অটোরিকশার চাপায় ফাহিমা আক্তার (৬) এবং পানিতে ডুবে মোস্তাকিম নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পৃথক ঘটনা দুটি ঘটেছে রবিবার (৮ অক্টোবর) সকালে ধরণীবাড়ি ইউনিয়নের কেকতির পাড় ও মাদারটারি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১১ টার দিকে কেকতির পাড় গ্রামের আব্দুল হামিদ তার ব্যাটারি চালিত অটোরিকশাটি রেখে বাড়ির ভেতরে ঢুকছিলেন। এ সময় ফাহিমাসহ কয়েকজন শিশু অটোরিকশায় বসে খেলছিল। কিন্তু ভুলবশত অটোচালক হামিদ গাড়ির চাবিটি রেখে যায়। শিশুরা রেখে যাওয়া চাবি দিয়ে গাড়ি চালু করে পিকআপ ঘোরাতে থাকে। এ সময় গাড়িটি উল্টো গেলে শিশু ফাহিমা ওই গাড়ির তলে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফাহিমা ওই গ্রামের ফুল মিয়ার মেয়ে।
এর আগে সকাল ৯ টার দিকে ধরণীবাড়ি ইউনিয়নের মাদারটারি গ্রামের নুরবক্ত মিয়ার দেড় বছরের ছেলে মোস্তাকিম পুকুরের পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জেরিন ফাহমিদা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা-বাবাসহ পরিবারের লোকজন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তাদের অজান্তে মোস্তাকিম বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায়। পড়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পরিবার দুটির অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
//নিউজ//উলিপুর//মালেক/অক্টোবর/০৮/২৩