।। টেক ডেস্ক ।।
সামাজিক যোগাযোগ মাধ্যমের দুনিয়াকে কেন্দ্র করে নতুন ব্যবহার উপযোগী প্ল্যাটফর্ম ফেইসরিলেশন যুক্ত করা হয়েছে। বর্তমানে মানুষ প্ল্যাটফর্মটি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একে অপরের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করে তুলেছে। ফেইসরিলেশনের উদ্দেশ্য হলো একঘেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের দুনিয়াটাকে আরও নতুন করে সংজ্ঞায়িত করা। বর্তমান যুগে যেভাবে আমরা একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট, শেয়ার এবং সম্পর্ক গড়ে তুলি তার সম্পূর্ণ নতুন রুপে পরিবর্তন এনে দিয়েছে এই প্ল্যাটফর্মটি। সামাজিক যোগাযোগমাধ্যম প্রেমীদের মাঝে সত্যিকার সম্পর্ক গড়ে তোলার জন্য বিশেষ গ্রহণযোগ্যতা গড়ে তুলবে ফেইসরিলেশন প্ল্যাটফর্ম।
চলুন জেনে নেয়া যাক ফেইসরিলেশন প্ল্যাটফর্মটির গুরুত্বপূর্ণ সকল তথ্যঃ-
ফেইসরিলেশন প্রোফাইল: ব্যবহারকারীদের প্রোফাইল সুরক্ষিত ও সঠিকভাবে জানাতে গুরুত্বের ওপর জোর দিয়েছে এই প্ল্যাটফর্মটি। ফেইসরিলেশন অ্যাকাউন্ট খুলতে, প্রথমে মাল্টি-স্টেপ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারকারীদের পরিচয় যাচাই করে এর সত্যতা নিশ্চিত করে। তাই অনেক ভুয়া অ্যাকাউন্ট এবং অনলাইন ছদ্মবেশের প্রবণতা থেকে থাকলে তা হ্রাসপায় ৷
সম্পর্কভিত্তিক অ্যালগরিদম: ফেইসরিলেশন সম্পর্কভিত্তিক অ্যালগরিদম ব্যবহার করে। কেবলমাত্র জনপ্রিয় বিষয়কে স্বীকৃতি দেয় এই রকম অ্যালগরিদমের ওপর নির্ভর নয় প্ল্যাটফর্মটি। অ্যালগরিদমগুলো হলো বন্ধু,পরিবার এবং ঘনিষ্ঠ সম্পর্কপ্রবলদের সাথে সংযোগের বিষয়বস্তুকে স্বীকৃতি দেয়, তারা বুঝিয়ে দেয় যে ব্যবহারকারীরা সত্যিই গুরুত্বপূর্ণ পোস্টগুলি দেখেন এটির মাধ্যমে।
ফেইসরিলেশনের গোপনীয়তা এবং নিরাপত্তা: বর্তমান যুগে ব্যক্তিগত কিংবা প্রয়োজনীয় সকল ধরণের তথ্য বা ডেটা সুরক্ষিত রাখতে গোপন করে থাকে সবাই। ফেইসরিলেশন ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছে প্ল্যাটফর্মটি। ফেইসরিলেশন গোপনীয়তা এবং নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।