|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, অক্টোবর ০৭, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রাজারহাটে তিস্তার ভাঙনে দিশেহারা তীরবর্তী মানুষ
‘কাইল রাইতোত (কাল রাতে) তিস্তা নদীর চাপা এমন করি ভাঙি পড়িল, নিন(ঘুম) থাকি জাগি দ্যাখং মোর বাড়ির আগিনা (আঙিনা) নদীত চলি গেইছে’ শনিবার(৭ অক্টোবর) দুপুরে কথাগুলো বলছিলেন আলেমা বেগম (৫০)। তিনি রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি এলাকার হাফিজুর রহমানের স্ত্রী। তার জীবনে ৫-৬ বার তিস্তার ভাঙনে স্বামীর ভিটেমাটি হারিয়েছেন।
https://www.ulipur.com/?p=27313
➤ ফুলবাড়ীতে ইউপি সদস্যের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
ফুলবাড়ীতে ইউপি সদস্যসহ তার পরিবারের নামে কোন রকম পুলিশি তদন্ত ছাড়া মিথ্যা মামলা রেকর্ড করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় খড়িবাড়ী বাজারে দুই শতাধিক এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
https://www.ulipur.com/?p=27321
➤ কুড়িগ্রামের সাবেক কাউন্সিলরসহ দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড
শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় কুড়িগ্রাম শহরের জলিল বিড়ি মোড় এলাকা থেকে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রির সময় এলাকাবাসী ধাওয়া করে তাদের আটক করে। এসময় অপর ২ মাদক ব্যবসায়ী আকাশ ও বারুদ মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। পরে খবর পেয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও সেখানে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসান।
https://www.ulipur.com/?p=27330
➤ ফুলবাড়ীতে টমটমে চড়ে কনের বাড়িতে এলো বর
জানা গেছে, ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের স্কুল শিক্ষক তৈয়ব আলীর কন্যা তুবা খাতুন (২০) এর পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয় ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহাজাদা মিয়ার দুবাই প্রবাসী ছেলে আশেক আহমেদ নিপুন এর সাথে।
https://www.ulipur.com/?p=27316