।। টেক ডেস্ক ।।
বিশ্বের মাঝে গুগলের বহুমাত্রিক ব্যবহারের কথা নতুন কিছু নয়। এই মার্কিন প্রতিষ্ঠানটি ইন্টারনেট জগতের সবচেয়ে বড় একটি নাম। জায়ান্ট গুগলের আবিষ্কারকৃত সব নতুন নতুন ফিচার প্রতিটি মানুষের প্রয়োজন ও অভ্যাসে পরিণত হয়েছে। এমন কেউ নেই যে এই সার্চ ইঞ্জিনটির ব্যবহার করে না। মানুষের মনে জন্মানো প্রশ্নের উত্তর, তথ্য থেকে শুরু করে বর্তমান পুরো অনলাইন বিশ্বকে নিয়ন্ত্রণ করছে গুগল। ইন্টারনেট জগৎ ও অনলাইন কাজকর্মকে আরও দ্রুত ও সহজলভ্য করে তুলতে ক্রোম ও এপসভিত্তিক ল্যাপটপ ক্রোমবুক প্লাস উন্মোচন করল এই প্রতিষ্ঠানটি।
চলতি মাসের ৮ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে পাওয়া যাচ্ছে ক্রোমবুক প্লাস। এদের মধ্যে এসার, আসুস, এইচপি ও লেনোভো ব্র্যান্ডের দুটি করে ল্যাপটপের ক্রোমবুক প্লাস সংস্করণ করেছেন তারা। ক্রোমবুক প্লাস সংস্করণের এই জায়ান্ট ল্যাপটপগুলোতে রয়েছে ১২ জেনারেশনের ইন্টেল কোর আই ৩ বা এএমডি রাইজেন ৩ ৭০০০ প্রসেসর। ল্যাপটপগুলোর দাম শুরু হবে ৩৯৯ ডলার (৪৪ হাজার ২৭৫ টাকা) থেকে।