|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, অক্টোবর ০৬, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ সাংবাদিকদের সাথে নাগেশ্বরী ইউএনও-এর মতবিনিময় সভা
নাগেশ্বরীতে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের আগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় নাগেশ্বরী প্রেসক্লাব কার্যালয়ে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
➤ নাগেশ্বরীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
নাগেশ্বরীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ পালিত হয়েছে। “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিৎ করি” এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাপকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
➤ ভেঙ্গে পড়েছে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা
চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও সেবার মান সেভাবে হয়নি উন্নয়ন। ২০ জন ডাক্তারসহ শুন্যপদ রয়েছে ৫২টি। বিভিন্ন শুন্যপদসহ নানা সমস্যা নিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সটি। এখানে চিকিৎসকসহ ১৪৪টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৯২ জন। জরুরী প্রসূতী সেবা কার্যক্রম যেখানে ২৪ ঘন্টা চলার কথা, সেখানে চলে মাত্র কয়েক ঘণ্টা। বেশির ভাগ সময় জরুরী প্রসূতী সেবা কার্যক্রম বন্ধ থাকে।
https://www.ulipur.com/?p=27296
➤ শরতের কাঁশফুলে সেজেছে চিলমারীর চরাঞ্চল
কখনো ভাঙন কখনো বন্যা কেড়ে নেয় চরাঞ্চলবাসীর স্বপ্ন। আবার সেই জেগে উঠা চরগুলো আশা জাগায় চরাঞ্চলবাসীর বুকে। সেই সাথে আশা, স্বপ্ন আর ভালোবাসার ছোঁয়া নিয়ে কাঁশফুলের চাদরে ঢেকেছে চিলমারী। সাদা ফুলে ফুলে সেজেছে চরাঞ্চল। নদীর বুকে জেগে উঠা খণ্ড খণ্ড চরে আপন মনে বেড়ে উঠছে কাঁশফুল। সাদা তুলোর মতো মেঘের সঙ্গে কাঁশফুলের মৃদু বাতাসে ছড়ায় মুগ্ধতা। প্রতিদিন আনন্দ পেতে ছুটছে বিনোদন প্রেমীরা। কাটাচ্ছে সারাদিন কাঁশফুলের মনোরম পরিবেশে।
https://www.ulipur.com/?p=27278