|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, অক্টোবর ০৫, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ নাগেশ্বরীতে ব্যবসায়ীর গোডাউন থেকে টিসিবির ৭৭৯ কেজি চাল উদ্ধার
নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের টিসিবির তেল, ডাল ও চাল ইউনিয়ন পরিষদ থেকে পাইকারদের কাছে বিক্রি করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযানে এক ব্যবসায়ীর গোডাউন থেকে টিসিবির ৭৭৯ কেজি চাল উদ্ধার করে আদালত।
➤ রৌমারীতে সেজদাহ্ রত অবস্থায় মুসল্লির মৃত্যু
রৌমারীতে মসজিদে সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন শহিদুর রহমান (৬৮) নামের এক মুসল্লি। বুধবার সন্ধ্যায় উপজেলার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করার সময় সেজদারত অবস্থায় মারা যান তিনি।
➤ কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপরে
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তার পানি দুপুর পর্যন্ত আরও কিছুটা বৃদ্ধি পেয়ে কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বুধবার (৪ অক্টোবর) তিস্তার দুই পাড়ের মানুষকে সরিয়ে নেয়ার মাাইকিং করা হয়েছিল। কিন্তু মানুষজন তাদের ঘরবাড়িতে এখনও অবস্থান করছেন। শুধু চরাঞ্চলের কিছু পরিবার আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান নিয়েছেন।
https://www.ulipur.com/?p=27255