|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, অক্টোবর ০৪, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ হারিয়ে যাচ্ছে উলিপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প
অতীতে অধিকাংশ মানুষ মাটির তৈরি তৈজসপত্র রান্নার কাজে ব্যবহার করত। মাটির কলসি, হাঁড়ি, সরা, কড়াই, বাটনা, কোলা, চাড়ি, ঝাঁঝরি, ব্যাংক ও কুয়ার পাটসহ নানান ধরণের মাটির তৈরি তৈজসপত্রের ব্যবহার ছিল গ্রাম জুড়ে। কিন্তু গ্রামেও আধুনিকতার ছোঁয়ায় এখন ব্যবহার হচ্ছে সিলভারের পাতিল, মেলামাইন, প্লাস্টিক, স্টিলের বাসন-কোসন, ইলেকট্রিক রাইচ কুকার, ব্লেন্ডার ও রুটি মেকার আরও কত কি। তাই একেবারেই কমে গেছে মাটির তৈরি তৈজসপত্রের চাহিদা।
https://www.ulipur.com/?p=27206
➤ নাগেশ্বরীতে কবি রাধাপদ রায়ের উপর হামলাকারী রফিকুল গ্রেফতার
নাগেশ্বরীতে চারণ বয়োবৃদ্ধ কবি রাধাপদ রায়ের উপর মূল হামলাকারী রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। আটককৃত রফিকুল ইসলাম নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
https://www.ulipur.com/?p=27233
➤ উৎকোচ নেওয়ার অভিযোগে ফুলবাড়ীর এসআই ক্লোজড
ফুলবাড়ীতে মামলার রেকর্ড ও ওয়ান্টেভুক্ত আসামী না হলেও এক ব্যক্তিকে আটক করে উৎকোচ গ্রহণ করেন ও মোটা অংকের উৎকোচ নেয়ার অভিযোগে ফুলবাড়ী থানার এসআই আইয়ুব আলীকে কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফু্লবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুস সাকিব সজীব।
https://www.ulipur.com/?p=27242