প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অস্থায়ী ভিত্তিতে রাজস্ব খাতে ৮ ক্যাটাগরির শূন্য পদে মোট ৪২ জনকে নিয়োগ দেবে। শূন্য পদগুলো ৯তম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা অনুযায়ী যেকেউ আবেদন করতে পারবেন।
১.পদের নাম: সহকারী পরিচালক
পদসংখ্যা: ০৫
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
২.পদের নাম: উপসহকারী পরিচালক
পদসংখ্যা: ০৭
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০
৩.পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩২,২৪০ টাকা
গ্রেড: ১১
৪.পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৯
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
৫.পদের নাম: স্টোরকিপার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
৬.পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
৭.পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ০৪
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।
অন্যান্য যোগ্যতা: গাড়ি চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গাড়ির যন্ত্রাংশ সম্পর্কে উপযুক্ত জ্ঞান এবং গাড়ির ত্রুটি নিরূপণ, মেরামত ও পুনঃস্থাপন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
৮.পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০৩
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
আবেদনকারীর বয়সসীমা: আবেদনকারীর বয়স ১২ অক্টোবর ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
ক্রমিকে উল্লিখিত ১, ২ ও ৬ নম্বর পদে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ৩ নম্বর পদে জামালপুর, কুমিল্লা, নাটোর, দিনাজপুর ও নড়াইল জেলা ছাড়া সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ৪ নম্বর পদে গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, চট্টগ্রাম, কুমিল্লা, লক্ষ্মীপুর, পাবনা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী ও হবিগঞ্জ জেলা ছাড়া সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং ক্রমিকে উল্লিখিত ৫ নম্বর পদে মানিকগঞ্জ জেলা ছাড়া সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ৭ নম্বর পদে মানিকগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা ও বরিশাল জেলা ছাড়া সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ৮ নম্বর পদে গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, নোয়াখালী, পঞ্চগড়, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, বরিশাল, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী জেলা ছাড়া সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে দেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনে ক্রমিকে ১ম পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৬০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬৯/- টাকা সর্বমোট ৬৬৯/- টাকা, ক্রমিকে ২নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৫৮/- টাকা সর্বমোট ৫৫৮/- টাকা, ক্রমিকে ৩নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৩০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৩৫/- টাকা সর্বমোট ৩৩৫/- টাকা, ক্রমিকে ৪নং থেকে ৭নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- টাকা সর্বমোট ২২৩/- টাকা এবং ক্রমিকে উল্লিখিত ৮নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকা সর্বমোট ১১২/- টাকা পরিশোধ করে, অফেরতযোগ্য অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের লিংক: http://wewb.teletalk.com.bd
আবেদনের শেষ তারিখ: ১২ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।