|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, অক্টোবর ০৩, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারী-রৌমারী রুটে দুটি ফেরি চলাচলে পণ্য পরিবহনে স্বস্তি
ট্রাক চালক দুদু মিয়া বলেন, এর আগে ফেরি কুঞ্জলতায় গিয়েছিলাম, একটি ফেরির কারণে আমাদের অনেক সময় অপেক্ষা করতে হতো এবং পড়তে হতো ভোগান্তিতে, এখন ফেরি সুফিয়া কামাল যুক্ত করায় অপেক্ষা করতে হলো না এবং ভোগান্তিতেও পড়তে হলো না। তবে ভাড়ার পরিমাণ কিছুটা কমানো হলে এই রুটের চাহিদা অনেক গুণ বাড়বে।
https://www.ulipur.com/?p=27125
➤ উলিপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (০২ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুল হাকিম, এএসআই সোহাগ পারভেজ ও কং হারুন অর-রশীদ অভিযান চালিয়ে পৌরসভার পূর্ব শিববাড়ী খালিভিটা এলাকায় নিজ বাড়ি থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শহিদুল আলমকে গ্রেফতার করা হয়।
https://www.ulipur.com/?p=27191
➤ উলিপুরে জুয়া খেলা অবস্থায় আটক ৬
সোমবার (০২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমান, এএসআই সোহাগ পারভেজ ও কং হারুন অর রশীদসহ সংগীয় ফোর্স তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ সরাইপাড় এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
https://www.ulipur.com/?p=27203
➤ নাগেশ্বরীতে চারণ কবি নির্যাতনের ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ
রাধাপদ রায় (৮১) আঞ্চলিক ভাষায় বিভিন্ন ঘটনা নিয়ে প্রায় ৩ শতাধিক কবিতা লিখেছেন। লোকচক্ষুর আড়ালে জীবন কাটানো এই মানুষটিকে নিয়ে এখন সবার আগ্রহ সৃষ্টি হয়েছে। একটি পারিবারিক ঘটনা তাকে নিয়ে এসেছে লাইমলাইটে। যে ঘটনার ডালপালা ছড়িয়েছে বিভিন্নভাবে বিভিন্ন ব্যাখ্যায়। কেউবা সাম্প্রদায়িক দৃষ্টিতে, কেউ বা হত্যাকান্ডে রূপ দেয়ার চেষ্টা করছেন। অতি উৎসাহীদের কেউ কেউ বিষয়টি অন্যখাতে নেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
https://www.ulipur.com/?p=27210