।। টেক ডেস্ক ।।
বিশ্বের অনলাইন জগতকে আরও সহজ করে দিতে স্মার্টফোন প্রসেসিংয়ের শক্তি ক্রমেই বাড়াচ্ছে স্মার্টফোন কোম্পানিগুলো। তাই দীর্ঘ সময় পর্যন্ত অনলাইনে স্মার্টফোনের সুবিধা গ্রহণ করে থাকে অনেকেই। বেশিরভাগ স্মার্টফোন আবার কথা বলা, ভিডিও দেখা, গেমস খেলা ও চার্জে থাকা অবস্থায় গরম হয়ে যায়। এ সকল স্মার্টফোন বেশি পরিমাণে গরম হলে তা প্রয়োজনের সময় ব্যবহার করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। অনেকের ধারণা, ব্যাটারির সমস্যা হলে স্মার্টফোন গরম হয়ে যায়। কিন্তু ব্যাটারির সমস্যা ছাড়াও অন্যান্য বেশ কিছু কারণেও স্মার্টফোন গরম হয়ে থাকে।
চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোন অতিরিক্ত গরম হলে যেসব করণীয়ঃ-
অতিরিক্ত গরম হলে: সূর্যের আলোতে স্মার্টফোন চালালে ফোন অতিরিক্ত গরম হয়। কেননা সূর্যের আলোর তাপ ফোন ধরে রাখতে পারে। তাই আপনার ফোন বেশি পরিমাণে গরম হলে তা দ্রুত ঠান্ডা জায়গায় নিতে হবে। বিশেষজ্ঞরা বলেন, ভালো মানের ফোনও অতিরিক্ত তাপমাত্রায় একটানা ১০ মিনিট ব্যবহার করলে গরম হয়ে যায়। তাই গরম হওয়া ফোন কিছু সময়ের জন্য চালানো বন্ধ করতে হবে।
কেস বা খাপ ব্যবহার না করা: অনেক মানুষ আছেন যারা স্মার্টফোনের সঙ্গে অতিরিক্ত কভার বা কেসযুক্ত করে ব্যবহার করেন। এ ধরণের কভার বা কেস ফোন থেকে বের হওয়া গরম আটকে দেয়। যে কারণে ফোন আরও বেশি পরিমাণে গরম হয়। তাই ফোন যদি অতিরিক্ত গরম হয় তবে এসকল কেস বা কভার সরিয়ে ফেলতে হবে।
অ্যাপের ব্যবহার বন্ধ: অ্যাপ বন্ধ করে স্মার্টফোনের গরম কমানো যায়। ফোনের মধ্যে হাই রেজল্যুশনের গেমস বা বড় বড় অ্যাপ ব্যবহার করার ফলে এবং একাধিক অ্যাপ চালু করে রাখলে ফোন অতিরিক্ত গরম হয়। তাই ফোন গরম হতে দেখলে যত দ্রুত পান চালু থাকা অ্যাপগুলো বন্ধ করে দিন।
বেশি চার্জ না রাখা: বেশি পরিমাণে চার্জ দিলে ফোন অতিরিক্ত গরম হয়। অনেক মানুষ আছেন যারা রাতে ঘুমানোর আগে ফোন চার্জে দিয়ে রাখে। অতিরিক্ত চার্জ দেওয়ার কারণে অনেক সময় তাপ উৎপন্ন হয়ে ফোন গরম হতে পারে। তাই এরকম পরিস্থিতি দেখা মাত্র চার্জ দেওয়া বন্ধ করে দিতে হবে এবং কিছুক্ষণ পর আবার চার্জে লাগাতে হবে।