|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, অক্টোবর ০১, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে জাপার আহ্বায়ক কমিটি গঠন
উলিপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দলদলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সিকে আহ্বায়ক ও হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএম আবুল হোসেনকে (বিএসসি) সদস্য সচিব করে ৭১ সদস্যা বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
➤ ফুলবাড়ীতে সংঘর্ষের ঘটনায় ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে পুর্ব ঘোষিত কর্মসূচি চলাকালে ফুলবাড়ী সদরের তিনকোনা মোড়ে বিএনপি’র নেতাকর্মীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
https://www.ulipur.com/?p=27074
➤ কুড়িগ্রামে ইন্টার্ন ভাতার দাবিতে নার্সদের কর্মবিরতি
এতে ইন্টার্ন নার্সরা বলেন, আমাদের লগবুকের ১৪ নং পৃষ্ঠার কোড অব কন্ডাক্টের ইন্টার্ন ভাতার কথা উল্লেখ থাকা সত্ত্বেও আমরা কোনো ইন্টার্ন ভাতা পাচ্ছি না। সিনিয়র নার্সরা যেভাবে ডিউটি করেন আমরাও সেভাবে ডিউটি করি। বর্তমানে আমাদের কোনো হোস্টেলের সুবিধা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াত ও হাত খরচসহ সব মিলিয়ে ৮-১০ হাজার টাকা খরচ হয়ে যায়। ইন্টার্ন ভাতা না পাওয়ায় আমাদেরকে নিম্নমানের বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে।
https://www.ulipur.com/?p=27069