|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রাম গত ২৪ ঘণ্টায় ১৭ গ্রেফতার
গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ০৫ জন (উলিপুর-০১, ফুলবাড়ী-০৪), সিআর ওয়ারেন্ট মূলে ০৪ জন (ফুলবাড়ী), নিয়মিত মামলায় গ্রেফতার ০২ জন (নাগেশ্বরী-০১, ফুলবাড়ী-০১), পূর্বের মামলায় গ্রেফতার ০৩ জন (কুড়িগ্রাম), ১৫১ ধারায় ০৩ জন (কুড়িগ্রাম-০১, চিলমারী-০২) সহ মোট ১৭ জন আসামী গ্রেফতার করে।
➤ রাজিবপুরে ১০ বোতল বিদেশি মদসহ আটক ২
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজিবপুর বটতলা মোড়ে রৌমারী থেকে ঢাকাগামী বাস তল্লাশি করে ১০ বোতল বিদেশি মদসহ কুড়িগ্রাম ইজলামারী গ্রামের মাদক কারবারি মোঃ নুরুল আমিন (৩৪) ও গুচ্ছগ্রামের মোঃ শিপন মিয়া (২৬) কে হাতেনাতে গ্রেফতার করে।
https://www.ulipur.com/?p=27015
➤ উলিপুরের থেতরাই ইউনিয়নের আলোচিত ইউপি চেয়ারম্যান বরখাস্ত
এ বিষয়ে থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা বলেন, আমি প্রজ্ঞাপন পেয়েছি এবং সাময়িকভাবে বরখাস্ত হওয়ার বিষয়টি জানি। এটা ২০২২ সালে তহসিলদারকে মারার কারণে আমার নামে মামলা করা হয়েছিল। যার ফলে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
https://www.ulipur.com/?p=27021