।। লাইফস্টাইল ডেস্ক ।।
অনেকেই তেলাপোকাকে নিরীহ সাধারণ পোকা বলে মনে করলেও তেলাপোকা একটি অত্যন্ত ক্ষতিকর পোকা। কেননা, তেলাপোকা দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনা থেকে উঠে এসে ক্ষতিকর জীবাণু বহন করে ঘরের ভিতরে থাকা খাবার-দাবার ও কাপড়চোপড়সহ বাড়ির সব জায়গায় হাঁটা-চলা করে বেড়ায় এবং বিভিন্ন ধরণের অসুখ–বিসুখ ছড়ায়। দিনের বেলায় এদেরকে তেমন না দেখা গেলেও রাতে এদের আনাগোনা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। অনেক সময় এসব তেলাপোকার অসহ্যকর পরিস্থিতি থেকে বাঁচতে বিভিন্ন ধরণের তেলাপোকানাশক ওষুধ ব্যবহার করেও এদেরকে থামানো সম্ভব হয়ে ওঠে না। তাই ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখতে ঘরোয়া কিছু উপায় অনুসরণ করে তেলাপোকার উপদ্রব অনেকাংশে কমিয়ে আনা যায়।
আকিজ কলেজ অব হোম ইকোনমিকসের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া হোসেন জানান, তেলাপোকা একবারে নির্মূল করা সম্ভব নয়। বাড়ি থেকে সব তেলাপোকা দূর করা হলেও আশপাশ থেকে চলেই আসে। তাই মাসে অন্তত দুইবার তেলাপোকানাশক ব্যবহার করতে হবে।
চলুন তাহলে জেনে নেয়া যাক তেলাপোকা দূর করার ঘরোয়া উপায়ঃ-
★ বেকিং সোডা ব্যবহার করে তেলাপোকা দূর করা যায়। বেকিং সোডার সাথে সমপরিমাণ চিনি মিশিয়ে বাড়ির আনাচেকানাচেতে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। এভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন বেকিং সোডার সাথে চিনির মিশ্রণ বাড়িতে ছিটিয়ে দিয়ে তেলাপোকাকে দূর করা যাবে।
★ এরপর নিমের পাতা ঘরের ভিতর ও বাইরে বিশেষ করে রান্নাঘরে ছড়িয়ে দিয়ে তেলাপোকা দূর করা সম্ভব। নিম পাতা ছিটিয়ে দেয়ার তিন দিন পর বের করে ফেলে দিতে হবে। এছাড়াও নিম পাতার তেলের সাথে গরম পানি মিশিয়ে স্প্রে করে তেলাপোকা দূর করা যায়।
★ রসুনের কোয়া ব্যবহার করে তেলাপোকা দূর করা যায়। এক্ষেত্রে ১ লিটার পানি ও রসুনের কোয়ার সাথে এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া এবং একটি পেঁয়াজ বেটে নিয়ে তা আবার মিশিয়ে প্রায় ১ ঘণ্টা রাখার পর উক্ত মিশৃণটি যেখানে তেলাপোকার আনাগোনা বেশি সেখানে ছিটিয়ে দিতে হবে।
★ ন্যাপথলি ব্যবহার করে এই পতঙ্গকে দূর করা যায়। তাই যেখানে তেলাপোকা বেশি পরিমাণে থাকে সেখানে কয়েকটা ন্যাপথলি ছিটিয়ে দিন।
★ ক্যারাম খেলানোর জন্য যে বোরিক পাউডার ব্যবহার করা হয় তা বাড়িতে ছড়িয়ে দেয়ার মাধ্যমে তেলাপোকার ঘনত্ব কমানো যায়।
★ ১ লিটার পানি বা সাবান মেশানো পানির সাথে এক চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বল্প পরিমাণ রসুন ও পেঁয়াজের অর্ধেক বেটে একত্র করে নিয়ে রান্নাঘর ও বাথরুমে ছিটিয়ে দিন। এই মিশৃণটি ঘরের মেঝে মোছার কাজেও ব্যবহার করা যায়।
★ গরম পানির সাথে সাদা ভিনেগারের সমমিশৃণ করে রাতে ঘুমানোর আগে ড্রেনে ঢেলে দিন এবং সিঙ্ক ও চুলার আশেপাশে স্প্রে করে দিন। এতে তেলাপোকা দূর হয়ে যাবে।
★ রান্নাঘরের কোণায় কোণায় দারুচিনির গুঁড়া ছিটিয়ে দিলে তেলাপোকা আর আসবে না।
★ তেজপাতা গুঁড়া করেও বাড়িতে ছিটিয়ে দেয়ার মাধ্যমে তেলাপোকা দূর করা যায়।
★ বোরাক্স ও চিনির মিশৃণে তেলাপোকা দূর করা যায়। মিশৃণটি করতে ৩ ভাগ বোরাক্স ও ১ ভাগ চিনি হলেই হবে। রাতে ঘুমানোর আগে দিয়ে রাখলে সকালে উঠে ফলাফল দেখা যাবে। নিয়মিত ভাবে ব্যবহার করলে তেলাপোকা দূর করা সম্ভব।
★ পানিতে স্যাভলন মিশিয়ে তেলাপোকার উপদ্রব কমানো যায়। মিশৃণটি করতে হলে ২৫০ মিলি পানি নিয়ে তাতে ৪ চা চামচ স্যাভলন মিশিয়ে নিয়ে একটি স্প্রে বোতলের ভিতরে নিয়ে যেসব জায়গায় তেলাপোকার উপদ্রব বেশি সেখানে স্প্রে করে দিন।
★ মিন্ট অয়েল স্প্রে ব্যবহার করে তেলাপোকা কমানো যায়।